কোভিডের হানা এবার মানিকতলা থানা এলাকার একটি আবাসনে। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনের একটি ফ্ল্যাটে একজন পড়ুয়া সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরেছে। অসুস্থতা দেখা দেওয়ায় পরিবারের লোক তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্দেহ হওয়ায় তাঁকে করোনা সারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কোভিড নাইনটিন পজিটিভ ধরা পড়ে। পরিবারের সব সদস্য কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। পুরসভার পক্ষ থেকে এলাকা স্যানিটাইজ করা হয়েছে।
