লকডাউন উঠে যাওয়ার পর প্রথম এক সপ্তাহ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে না এগিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক সুরক্ষাবিধি কার্যকর করায় মন দিতে হবে। দেশের শিল্প সংস্থাগুলির উদ্দেশে এই বার্তা দিল কেন্দ্রীয় সরকার। এজন্য লকডাউন পরবর্তী প্রথম এক সপ্তাহ ট্রায়াল রান শুরুর কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি সূত্রে খবর, কোনও অবস্থাতেই যাতে মাসাধিককাল বন্ধ থাকা কারখানা খোলার পর বিশাখাপত্তনমের মত দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে শিল্পসংস্থাগুলিকে। শ্রমিক-কর্মচারীদের সার্বিক সুরক্ষা ও সংক্রমণ রুখতে জীবানুনাশক বন্দোবস্ত চালু করার পরই উৎপাদন বাড়ানোর কাজ শুরুর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
