Tuesday, November 18, 2025

সমস্যা না মিটিয়ে স্রেফ ছাড় ঘোষণা অর্থহীন

Date:

Share post:

আরও কিছু ছাড় দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাবই দিতে পারেন দেশের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী৷

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবদের যে বৈঠক রবিবার হয়েছে, সেখানে এমন ইঙ্গিতই মিলেছে৷ জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যসচিব আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাই বলেছেন৷

এদিকে প্রশ্ন উঠেছে, গ্রিন এবং অরেঞ্জ জোনে কেন্দ্র বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ছাড় দিলেও বাস্তবে তার ইতিবাচক প্রভাব কতখানি পড়েছে ? আদৌ কি পড়েছে ? শ্রমিকের অভাব এখনও বহাল৷ কাঁচামাল সরবরাহ আজও স্বাভাবিক হয়নি৷ উৎপাদিত পণ্য কোথায় যাবে, আজও তা অজানা৷ তাহলে এই ছাড়ে লাভ কতখানি হয়েছে ? এইসব গুরুত্বপূর্ণ সমস্যা না মিটিয়ে, কেন্দ্রের স্রেফ ছাড় ঘোষণার অর্থ কী ?

যে কোনও কারনেই হোক, কেন্দ্রের ধারনা হয়েছে, সব রাজ্য তথা সব মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার পক্ষে৷ তবে ফের যদি লকডাউন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আরও কিছু ছাড় আশা করছে রাজ্যগুলি৷

ওদিকে, ১৭ মে শেষ হতে চলেছে তৃতীয় পর্যায়ের লকডাউন৷ লকডাউনের ভবিষ্যৎ নিয়েই সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেষ যে বৈঠক করেছিলেন, সেখানে বাছাই করা কয়েকজন মুখ্যমন্ত্রী কথা বলার সুযোগ পেয়েছিলেন৷ সোমবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করেছে, সোমবারের বৈঠকে সব মুখ্যমন্ত্রীকেই কথা বলতে দেওয়া হবে৷ প্রসঙ্গত, এই প্রথমবার সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী এবং তাঁদের দফতরে সচিবদের উপস্থিত থাকার কথা৷

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...