স্বাস্থ্যসচিব বদল নিয়ে দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী বলেছেন, সচিবদের সরিয়ে দায় সারছে রাজ্য। খাদ্যসচিব গেলেন। স্বাস্থ্যসচিব গেলেন। কিন্তু মন্ত্রীরা সরছেন না কেন? বিরোধী দলগুলির বক্তব্য, খাদ্য, স্বাস্থ্য ও প্রশাসন- তিনটি মূল বিভাগ এরাজ্যে ব্যর্থ হয়েছে। সেজন্য বাংলায় এত বিভ্রান্তি। অভিযোগ, কেন্দ্রকে আসল তথ্য দেওয়ার জন্যই স্বাস্থ্যসচিব বিপাকে পড়েন। তৃণমূল অবশ্য এইসব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।
