Monday, November 17, 2025

আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প, মোদির ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা

Date:

Share post:

করোনা সংকটের পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্বুদ্ধ করে দেশের সর্বস্তরের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউনের সিদ্ধান্ত জানিয়ে মোদি বলেন, এই কঠিন সময়ে দেশের প্রান্তিক মানুষ, সংগঠিত-অসংগঠিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি, কুটির শিল্প, ক্ষুদ্র-মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য দিতে ভারতের জিডিপির ১০ শতাংশ খরচ করা হবে। মোদির কথায়, সমাজের সর্বস্তরের মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। দেশের অর্থমন্ত্রী ধাপে ধাপে প্যাকেজের বিস্তারিত জানাবেন। আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় চতুর্থ দফার লকডাউনের কথাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত ১৮ মে-র মধ্যেই ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিল আত্মনির্ভর ভারত অভিযানের সংকল্প। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা দুর্যোগের আবহ দেশের মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করেছে কীভাবে তার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, এই করোনা সংকটের মুহূর্তে আমরা বুঝেছি স্থানীয় বাজার, স্থানীয় পণ্য ও স্থানীয় উৎপাদকদের অপরিহার্যতা ও গুরুত্ব। আঞ্চলিক উৎপাদনকেই বিশ্বমানের করতে হবে। করোনা সংকট যখন শুরু হয় তখন ভারতে একটিও পিপিই তৈরি হত না, আর আজ ভারতে রোজ ২ লক্ষ পিপিই তৈরি হচ্ছে। গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের যে ভূমিকা রয়েছে তার সুযোগ নিয়ে দক্ষতা ও গুণমান বজায় রেখে লোকালকে ভোকাল করতে হবে। প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারতের সংস্কৃতি ও সংস্কার সেই আত্মনির্ভরতার কথা বলে যা আত্মকেন্দ্রিক নয় বরং বিশ্বকল্যাণের লক্ষ্যে কাজ করে।

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...