Monday, January 12, 2026

আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প, মোদির ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা

Date:

Share post:

করোনা সংকটের পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্বুদ্ধ করে দেশের সর্বস্তরের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউনের সিদ্ধান্ত জানিয়ে মোদি বলেন, এই কঠিন সময়ে দেশের প্রান্তিক মানুষ, সংগঠিত-অসংগঠিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি, কুটির শিল্প, ক্ষুদ্র-মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য দিতে ভারতের জিডিপির ১০ শতাংশ খরচ করা হবে। মোদির কথায়, সমাজের সর্বস্তরের মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। দেশের অর্থমন্ত্রী ধাপে ধাপে প্যাকেজের বিস্তারিত জানাবেন। আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় চতুর্থ দফার লকডাউনের কথাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত ১৮ মে-র মধ্যেই ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিল আত্মনির্ভর ভারত অভিযানের সংকল্প। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা দুর্যোগের আবহ দেশের মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করেছে কীভাবে তার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, এই করোনা সংকটের মুহূর্তে আমরা বুঝেছি স্থানীয় বাজার, স্থানীয় পণ্য ও স্থানীয় উৎপাদকদের অপরিহার্যতা ও গুরুত্ব। আঞ্চলিক উৎপাদনকেই বিশ্বমানের করতে হবে। করোনা সংকট যখন শুরু হয় তখন ভারতে একটিও পিপিই তৈরি হত না, আর আজ ভারতে রোজ ২ লক্ষ পিপিই তৈরি হচ্ছে। গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের যে ভূমিকা রয়েছে তার সুযোগ নিয়ে দক্ষতা ও গুণমান বজায় রেখে লোকালকে ভোকাল করতে হবে। প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারতের সংস্কৃতি ও সংস্কার সেই আত্মনির্ভরতার কথা বলে যা আত্মকেন্দ্রিক নয় বরং বিশ্বকল্যাণের লক্ষ্যে কাজ করে।

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...

পাকিস্তান থেকে ভুয়ো তথ্য! ইরানে সব ভারতীয় নিরাপদ, সাংবাদিক বৈঠকে দাবি ভারতের

ইরানে ভারতীয়দের গ্রেফতারি নিয়ে ভুয়ো তথ্য পেশ ঘিরে ফের একবার পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।...