Wednesday, November 12, 2025

বিরল রোগে আক্রান্ত কন্যা, চিকিৎসার খরচের জন্য সোশ্যাল মিডিয়ায় আর্জি বাবার

Date:

Share post:

অপারেশনের জন্য হাতে মাত্র দেড় মাস। হুগলির চুঁচুড়ায় বিরল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের আবেদন অসহায় বাবার। এই রোগের ফলে রক্তে অনুচক্রিকা দ্রুত কমে যায় এবং অস্থিমজ্জায় হিমোগ্লোবিন তৈরি হয় না। চিকিৎসার জন্য খরচ তিরিশ লক্ষ টাকা।

চুঁচু্ড়া আখনবাজারের বাসিন্দা অঞ্জন ও সঙ্গীতা ঘোষের একমাত্র মেয়ে অদ্রিজা। পাঁচ বছর বয়সে তার শরীরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরা পড়ে। ২০১৭ মার্চ মাসে শরীরে কালো রঙের র‍্যাশ দেখা যায়। তখন চুঁচু্ড়ায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়েযাওয়া হয় তাকে। সেই চিকিৎসকের পরামর্শেই আদ্রিজাকে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা হয় তার। ঠিক কী থেকে এই উপসর্গ দেখা দিচ্ছে তা বোঝা না গেলেও কলকাতার চিকিৎসকরা জানান এটি জিনঘটিত কোনও সমস্যা হতে পারে।
এরপরে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগে দেখানো হয়। চিকিৎসকরা জানান, বিরল এক অ্যানিমিয়ায় আক্রান্ত অদ্রিজা। এই রোগে রক্তের প্লেটলেট অত্যধিক কমে যায়। অস্থিমজ্জায় (বোন ম্যারো) হিমোগ্লোবিন তৈরি হয় না। কোনও কারণে রক্তপাত শুরু হলে বন্ধ হতে চায় না। এই পরিস্থিতে রক্ত দিয়ে হিমোগ্লোবিন ঠিক রাখতে হয়। তবে তা বেশি দিন করা সম্ভব নয়। রক্তকোষ বদলে ফেলে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে অদ্রিজা। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় তিরিশ লক্ষ টাকা খরচ হবে এই চিকিৎসার জন্য।


ফিরে এসে কলকাতায় টাটা মেডিক্যাল সেন্টারে দেখানো হয় অদ্রিজাকে। সেখানেও বলা হয় একই কথা। বেঙ্গালুরুতে নারায়ণা হাসপাতালে যোগাযোগ করা হলে সেখানে খরচ কিছুটা কম হবে বলে জানতে পারেন অঞ্জন ঘোষ। তবে এই মুহূর্তে সেখানে নিয়ে যাওয়ার সমস্যা রয়েছে। এক দিকে লকডাউন আর অন্য দিকে টাকার সমস্যা। অসুস্থ মেয়েকে নিয়ে এখন গভীর দুশ্চিন্তায় অদ্রিজার মা-বাবা। কয়েক দিন আগে অদ্রিজার দাঁতের গোড়া দিয়ে রক্তপাত শুরু হলে তা বন্ধ হতে চায়নি। তখন হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিতে হয়। মাসে দু’বার রক্ত পরীক্ষা করতে হবে বলে জানান চিকিৎসকরা। এক বার রক্ত পরীক্ষার তারিখ দিয়েও তা বাতিল করে টাটা মেডিক্যাল। জানিয়ে দেয় এই সময়ে হাসপাতালে না যাওয়াই ভাল। অত্যধিক ওষুধ আর স্টেরয়েড সেবনে ওজন অত্যধিক বেড়ে গিয়েছে অদ্রিজার। চন্দননগর অ্যান্টনি স্কুলের তৃতীয় শ্রেণীর ছটফটে মেয়েটা বর্তমানে শয্যাশায়ী। মেয়েকে নিয়ে কখনও ভেলোর কখনও বেঙ্গালুরু আর কখনও কলকাতা দৌড়তে দৌড়তে বেসরকারি সংস্থার চাকরিটাও গিয়েছে অঞ্জনের। যেটুকু যা কিছু জমানো টাকা ছিল তাও শেষ। এই অবস্থায় মেয়ের চিকিৎসার টাকা কী ভাবে জোগাড় হবে তা তাঁদের জানা নেই। মেয়েকে সুস্থ করে তুলতে চান অসহায় মা-বাবা। সোশ্যাল মিডিয়ায় আবেদনে সাড়া দিয়ে কয়েক জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

অদ্রিজার চিকিৎসার জন্য সাহায্য করতে টাকা পাঠাতে পারেন

UPI: anjanpapan007@okhdfcbank
9830735111@apl
PhonePe – 9830735111

 Account name: Anjan Kumar Ghosh
 Account number: 0258104000087054
 IFSC code: IBKL0000258
 Bank name: IDBI BANK

 Account name: Anjan Kumar Ghosh
 Account number: 31603999030
 IFSC code: SBIN0000056
 Bank name: STATE BANK OF INDIA

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...