সোমবার মুখ্যমন্ত্রী জানালেন ২১ তারিখ থেকে সব বড় দোকান খুলে যাবে। পুলিশ-পুরসভা ঠিক করবে কবে হকার মার্কেট খুলবে। ২১ তারিখ থেকে ইন্টার ডিসট্রিক্ট অর্থাৎ আন্তঃজেলা বাস পরিষেবা শুরু হবে। জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে হকার মার্কেট। এক্ষেত্রে কুপনের ব্যবস্থা করা যেতে পারে যে কুপন দিয়ে বোঝা যাবে কবে কাদের দোকান খোলার দিন। তবে হকারদের দোকান খোলার পরিকল্পনা ২৭ মে থেকে। সেলুন ও বিউটি পার্লারের উপর ছাড় দিচ্ছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে সোশ্যাল ডিসটেন্স এবং স্যানিটাইজেশন বাধ্যতামূলক। আক্রান্ত জোন অর্থাৎ এফেক্টেড জোন ছাড়া সব জায়গাতেই দোকান খুলবে। ৫০% কর্মী নিয়ে সরকারি অফিস খুলবে।
