দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে আমফান মোকাবিলা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে চলেছে কয়েক ঘন্টার মধ্যেই। তাই আগাম সতর্কতা হিসেবে রাজ্য প্রশাসন ও মন্ত্রীদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। কাঁথির SDO অফিস থেকে আমফান ঝড়ের আগাম সতর্কতা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভেন্দু অধিকারী।

উপকূলবর্তী দীঘা-সহ পূর্ব মেদিনীপুরের মানুষের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলেন পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যাচ্ছে, জেলা প্রশাসন চরম তৎপরতার সঙ্গে উপকূলবর্তী এলাকাতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। এনডিআরএফ, বিএফএফ বাহিনীও সুপার সাইক্লোন আফমানের মোকাবিলায় তৈরি রয়েছে।

Previous article১ লক্ষের বেশি করোনা টেস্ট হয়েছে রাজ্যে!
Next articleনবান্নে মুখ্যমন্ত্রীর মতোই আমফান মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সামলাবেন ফিরহাদ