নবান্নে মুখ্যমন্ত্রীর মতোই আমফান মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সামলাবেন ফিরহাদ

মারণ ভাইরাস করোনার জেরে যেখানে দিশাহীন মানুষ, ঠিক সেই সময় আবার এক প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ পড়তে চলেছে। এবার “আমফান” নামক ঘূর্ণিঝড়, বলা ভালো সুপার সাইক্লোন ভয়ঙ্কর রূপ ধারণ করে আছড়ে পড়তে চলেছে এ রাজ্য-সহ বেশ কিছু জায়গায়। এই মুহূর্তে দিঘা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। যা আগামীকাল, বুধবার প্রবল রূপ ধারণ করবে। হাওয়া অফিস জানিয়েছে, এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কলকাতাতেও।

তাই আমফান মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান “আমফান” নামক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য রাজ্য সরকার সবরকমভাবে প্রস্তুত। রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নে একটি “কন্ট্রোল রুম”ও খোলা হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা শহরের নাগরিকদের জন্য কলকাতা পুরসভাতেও “কন্ট্রোল রুম” খোলা হয়েছে।

এই কন্ট্রোল রুমে প্রশাসক প্রধান ফিরহাদ হাকিম সারাক্ষণ নিজে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে প্রশাসক মন্ডলীর দায়িত্বে থাকা সকল সদস্যরাও উপস্থিত থাকবেন। যাতে কলকাতার সব মানুষ নিরাপদে থাকে, সেই ব্যবস্থাই করবে পুরসভা। এমনটাই জানিয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।

Previous articleদিঘা-সহ পূর্ব মেদিনীপুরে আমফান মোকাবিলা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Next articleBIG BREAKING: ১ জুন থেকে দেশজুড়ে ২০০টি করে ট্রেন চলবে, ঘোষণা রেলমন্ত্রীর