BIG BREAKING: ১ জুন থেকে দেশজুড়ে ২০০টি করে ট্রেন চলবে, ঘোষণা রেলমন্ত্রীর

করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যে ফের বড়সড় ঘোষণা ভারতীয় রেলের। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফেরাতে স্পেশাল ট্রেন তো চলছেই। পাশাপাশি, নয়াদিল্লি থেকে প্রতিদিন পরিযায়ীদের জন্য চালানো হচ্ছে বিশেষ বাতানুকুল ট্রেন।

তারই মাঝে বিরাট ঘোষণা স্বয়ং রেলমন্ত্রীর। চতুর্থ পর্যায়ে লকডাউনে দেশজুড়ে করোনার সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। তার মধ্যেই ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রেল মন্ত্রক। আজ, মঙ্গলবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে জানিয়েছেন, আগামী ১ জুন থেকে দেশজুড়ে ২০০টি করে ট্রেন চালানো হবে।

জানা গিয়েছে, নির্দিষ্ট টাইম টেবল মেনেই চলবে ট্রেনগুলি। শীঘ্রই ওই ট্রেনগুলির তালিকা ও অনলাইনে টিকিট বুকিং শুরু হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। যদিও ট্রেনগুলির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, খুব দ্রুত বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে রেল মন্ত্রক।

Previous articleনবান্নে মুখ্যমন্ত্রীর মতোই আমফান মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সামলাবেন ফিরহাদ
Next articleউচ্চ মাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী