আমফানের তাণ্ডবে যেকোনও সময় ভাঙতে পারে তাঁর বাড়ির জানলার কাঁচ! সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ভিডিওর মাধ্যমে মিমির বাড়ির জানলা দিয়ে সুপার সাইক্লোন আমফানের ব্যাপক “শোঁ শোঁ” শব্দ শোনা যাচ্ছে।

ঝড়ের যে এমন প্রবল গর্জন থাকতে পারে তা শহরবাসীর কাছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। টুইটে মিমি লিখেছেন, “আমার বাড়ির জানলা যে কোনও সময় ভেঙে যেতে পারে। এই বছর সবচেয়ে সাংঘাতিক ঘটনাগুলির অভিজ্ঞতা হচ্ছে।”

My entire window pane might come out anytime now😓 🌪
witnessing the unwitnessed ever
Hell with this year🤯 pic.twitter.com/6nDPss4nU0— Mimssi (@mimichakraborty) May 20, 2020