Sunday, November 9, 2025

আমপানের কাছে হার মানল ২৭০ বছরের বুড়ো শরীর!

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

বয়স নয় নয় করে ২৭০ বছর! কত ঝড়ঝাপটা গিয়েছে মাথার ওপর দিয়ে । তবু অবিচল থেকে সব সহ্য করে নিয়েছে সে। আয়লা, ফণী- তাবড় সব ঝড়েদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। কিন্তু হার মানতে হল আমপানের কাছে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন মানেই আলোচনার কেন্দ্রে থাকে সেই বিখ্যাত ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’র কথা। গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই ‘বৃদ্ধ’। পৃথিবী জোড়া খ্যাতি তার। নাম উঠেছে গিনেস বুকে। কিন্তু সুপার সাইক্লোন আমপানের দাপট আর সইতে পারল না বুড়ো শরীর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হল সে।
শুধু ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’ই নয়, বুধবারের প্রলয়ে বোটানিক্যাল গার্ডেনে পড়ে গিয়েছে হাজারেরও বেশি গাছ। কিন্তু সবার আগে চর্চায় উঠে এসেছে ওই বটবৃক্ষের কথাই। পুরনো রেকর্ড থেকে জানা যাচ্ছ , এই গাছের জন্ম ১৭৫০ সাল নাগাদ। সেই হিসেবে বয়স প্রায় ২৭০ বছর।

তবে, ১৮৬৪-র ভয়াবহ সাইক্লোনকে হারিয়েছে সে। হার মানিয়েছিল সাম্প্রতিক আয়লা বা ফণীর মতো ঝড়ও। কিন্তু আমপানের কাছে হার মানতে হল তাকে। সুপার সাইক্লোন আঘাত হেনেছে তার মূলে। বৃদ্ধ বট আর আগের মতো যুঝতে পারেনি! গাছের পুরনো অংশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
১৯২৫ সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল সে। আয়লা-ফণীতেও হেলায় দাঁড়িয়েছিল গাছটি। কিন্তু আমফানের দাপটে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়েছে এই প্রাচীন বৃদ্ধ গাছের অধিকাংশ অংশ৷

তবে শুধু ওই বটবৃক্ষ নয়। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছেন, মেহগিনি গাছের অ্যাভিনিউ- সহ আরও প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। শুধু দেশি নয়, বিদেশি এবং দুষ্প্রাপ্য বহু গাছ রয়েছে সেই তালিকায়। ঝড়ে পড়ে গেছে প্রচুর ফল। নষ্ট হয়ে গেছে বহু পাখির বাসাও। সবমিলিয়ে আমফানের প্রভাব ভালোই পড়েছে বোটানিক্যাল গার্ডেনের ওপর।

ছবি- দেবস্মিত মুখার্জি 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...