Wednesday, May 14, 2025

এবার করোনায় মৃত্যু হলো দিল্লি AIIMS-এর সাফাইকর্মী-সুপারের, গাফিলতির অভিযোগ

Date:

Share post:

করোনা-যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন দিল্লির AIIMS-এর সিনিয়র স্যানিটাইজেশন সুপারভাইজার বা সাফাইকর্মীদের সুপার হিরা লাল৷ দিল্লিতে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে একদিনও ছুটি নেননি এই হিরা লাল৷ গত মঙ্গলবার করোনা সংক্রমণ ধরা পড়েছিল তাঁর৷

হাসপাতাল সূত্রের খবর, সব সময় হাসিখুশিতে থাকা হিরা লাল হাসপাতালে জীবাণু বিনাশ করা, পরিষ্কার করার পাশাপাশি ওয়ার্ড বয় হিসেবেও কাজ করতেন৷ মাত্র এক সপ্তাহ আগে হিরা লালের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়৷ এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হলো তাঁর৷ AIIMS-এর SC-ST অ্যাসোসিয়েশনের সভাপতি কুলদীপ সিং হিরা লালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বলেছেন, “হিরা লাল নিজে হাসপাতাল পরিষ্কারের দিকে খেয়াল রাখতেন৷ অথচ তাঁকে ন্যূনতম কোনও সুরক্ষা আবরণ পর্যন্ত দেওয়া হয়নি হাসপাতাল থেকে৷ হিরা লাল অসুস্থ হওয়ার প্রথমে তাঁর শুধুমাত্র রক্তপরীক্ষা করায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ অসুস্থ হওয়ার পর প্রথমে চিকিৎসকরা হিরা লালকে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ নেন৷ অবস্থার অবনতি হলে ফের তাঁকে হাসপাতালে আসতে বলা হয়৷ এর দু’ দিন পর আচমকা হিরা লালের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়৷ তখন তাঁকে AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷ তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে হিরা লালকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ হিরা লালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে”৷
জাতীয় এক সংবাদমাধ্যম বলছে, AIIMS-এর বহু চিকিৎসকও হিরা লালকে চিনতেন৷ নিজের কর্তব্যের প্রতি তিনি এতটাই সচেতন ছিলেন যে করোনা সংক্রমণ ছড়ানোর পর কাজ থেকে একদিনও ছুটি নেননি৷ হিরা লালের মৃত্যুতে দেশের হাসপাতালগুলিতে কর্মরত হাজার হাজার সাফাইকর্মীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...