Friday, January 23, 2026

নিজেদের খরচে হোটেল কোয়ারেন্টাইন! দমদম বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশ ফেরত যাত্রীরা

Date:

Share post:

দেশে ফিরলেও আপাতত ফেরা যাবে না বাড়ি। থাকতে হবে কোয়ারেন্টাইনে। এবং এক্ষেত্রে শহরের বেশ কয়েকটি তিনতারা ও পাঁচতারা হোটেলকে বেসরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার পুরো ব্যয়ভার বহন করতে হবে নিজেকেই। বাংলাদেশ ফেরত ভারতীয়দের শ্রমিকদের জন্য এমনই বিধি করা হয়েছে। আর যা দিয়েই তুমুল উত্তেজনা ছড়াল দমদম বিমানবন্দরে।

আজ, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ লকডাউনে বাংলাদেশে আটকে পড়া ২৬৯ জন ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে আসে বিশেষ বিমান। এরপর বিমানবন্দরে ঘোষণা করা হয়, বাংলাদেশ থেকে আগত সকল যাত্রীদের কলকাতা শহরের পাঁচতারা ও তিনতারা হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই ঘোষণার পরই ঝামেলার সূত্রপাত। বাংলাদেশ ফেরত যাত্রীদের অভিযোগ, হোটেল কোয়ারেন্টাইনে কোনওভাবেই সম্ভব নয়। সপ্তাহে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। লকডাউন পর্বে বাংলাদেশে আটকে গিয়ে কার্যত তাঁরা অনাহারে দিন কাটিয়েছেন, সেখানে এত টাকা দিয়ে তাঁরা কীভাবে হোটেলে থাকবেন? প্রত্যেকে তাঁদের নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার দাবি তোলেন। এরপর বাংলাদেশ ফেরত যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিমানবন্দরে থাকা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে বাংলাদেশে থেকে ফেরা ১৬৯ জন ভারতীয়ের মধ্যে ১০৫ জনকে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু এবার সকলকে নিজেদের খরচে ব্যয়বহুল
হোটেলে থাকার কথা বলতেই বিক্ষোভ দেখতে শুরু করেন বাংলাদেশ ফেরত যাত্রীরা।

spot_img

Related articles

প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা...

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই...

সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা! ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার একটি গণধর্ষণের মামলায় সাক্ষী হয়েও সিবিআইয়ের হাতে গ্রেফতার...

বড় সাফল্য যৌথ বাহিনীর! এনকাউন্টারে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অনল 

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার ভোরে এক রক্তক্ষয়ী...