চতুর্থ দফার লকডাউন শেষে বদল আসছে বেশ কিছু ক্ষেত্রে!

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। এরই মধ্যে রেল, বাস, রেশন কার্ড সংক্রান্ত বদল আসতে চলেছে পয়লা জুন থেকে। দেখে নিন কী কী পরিবর্তন আসবে-

কেন্দ্র আগেই ঘোষণা করেছে ১ জুন থেকে চলবে ২০০ নন এসি ট্রেন। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষদের ফেরাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। টাইম টেবিল মেনে চলবে এই ট্রেনগুলি। তবে কোন কোন রুটে ট্রেন চলবে তা স্পষ্ট জানা যায়নি।

অন্যদিকে, দেশের ২০ টি রাজ্যে ১ জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম। এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা চালু করছে কেন্দ্র। সংশ্লিষ্ট রাজ্যের রেশন কার্ড হোল্ডার দেশের যে কোনও প্রান্তে সরকারি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।

চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। পঞ্চম দফায় লকডাউন হবে কিনা তার কোনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি। তবে বেশ কিছু রাজ্যে ছাড় দেওয়া হতে পারে গণ পরিবহনে। সেক্ষেত্রে বাড়বে পেট্রোলের চাহিদা। ফলে বাড়তে পারে তার দাম।

Previous articleকরোনা: মুম্বইয়ের খোঁড়া হচ্ছে গণকবর
Next articleআমফান পরবর্তী কলকাতাকে দ্রুত ছন্দে ফেরানোর জন্য সেনাবাহিনীকে কৃতজ্ঞতা চিঠি ফিরহাদের