Sunday, November 16, 2025

অগাস্টে উচ্চমাধ্যমিকের, জুনের শেষে বা জুলাইয়ের প্রথমে মাধ্যমিকের ফল?

Date:

Share post:

৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ। কিন্তু তারপরে স্কুল খুলছেই এমন নিশ্চয়তা দিলেন না শিক্ষামন্ত্রী। শুক্রবার তিনি জানালেন, স্কুল খোলার আগে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা দেখতে হবে। মূলত নিচু ক্লাস খোলার আগে এগুলো বেশি করে মাথায় রাখতে হচ্ছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী জানালেন মাধ্যমিকের ফল দ্রুত বের করতে দিন রাত পরিশ্রম করছে। জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে একটি সূত্রে খবর। অন্যদিকে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাড়ির কাছের স্কুলে করানোর ভাবনায় রয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিক ৬ জুলাই শেষ হবে। তার এক মাসের মধ্যে রেজাল্ট বের করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

শিক্ষামন্ত্রী এদিন জানান, সেপ্টেম্বর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তাঁর ধারণা। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোর্স শেষ করা কী যাবে? এ ব্যাপারে কোনও নিশ্চয়তা দেননি তিনি। শিক্ষক সংগঠন, বিশেষজ্ঞ, পর্ষদ, উচ্চমাধ্যমিক সংসদ সকলের সঙ্গে কথা বলা হবে, তারপর সিদ্ধান্ত, জানালেন তিনি। কোর্স শেষ করার জন্য নির্দিষ্ট ছুটিগুলো কীভাবে ‘অ্যাডজাস্ট’ করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশ মানে না, এ বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, শিক্ষা দফতর যে প্রক্রিয়ায় চলছে, তা বৈজ্ঞানিক। তার বাইরে বেসরকারি স্কুলগুলো যাবে কীভাবে? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত।

spot_img

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...