সুদীপ বন্দ্যোপাধ্যায় শোকজের যে চিঠি দিয়েছেন, তার উত্তর লিখতে শুরু করলেন সাধন পান্ডে। সূত্রের খবর, কৌশলী উত্তরে থাকবে বড়সড় চমক। শুক্রবার বিকেলে লেখাপর্ব শেষ হবে। ফলে রাতে বা শনিবার উত্তর যেতে পারে। ইতিমধ্যে সাধনবাবুর সঙ্গে দেখা করেছেন বহু মানুষ। জনতার সমস্যার কথা বলায় তাঁকে শোকজ করাটা মানুষ ভালোভাবে নেননি। তাছাড়া বিধায়ক পরেশ পাল যে উপরের কারুর নির্দেশ ছাড়া সাংবাদিক বৈঠক করে সাধনবাবুকে আক্রমণ করেননি, সেটাও স্পষ্ট। তবে এঁদের কথা সাধন উপেক্ষা করছেন। কোনো জবাব দেবেন না। তাঁর কথায়,” মানুষের কথা বললে যদি আমাকে ক্রুশবিদ্ধ করা হয়, আমি যীশু হতে তৈরি।” ঘনিষ্ঠমহলে সাধন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বোন এবং নেত্রীও বটে। কিন্তু কিছু লোকের ভুল পদক্ষেপে দলের ক্ষতি হচ্ছে। আপত্তি করলে অসম্মানিত হতে হচ্ছে। মমতার প্রতি পূর্ণ আস্থা তাঁর থাকলেও সম্মানের প্রশ্নে আপস করবেন না। তিনি তৃণমূলকে ভালোবাসেন। তিনি চান তৃণমূল ভুল শুধরে লোকসভার ফলাফল থেকে ঘুরে দাঁড়াক। সাধন পাণ্ডে আপাতত এমন মানসিকতা থেকেই কাগজ কলম নিয়ে বসেছেন। তবে সূত্র বলছে,” কাহানি মে থোড়া টুইস্ট হ্যায়”। সাধনের উত্তরের কৌশলে চমক থাকতে পারে।
