Saturday, August 23, 2025

মুজাফফরপুরের ঘটনাকে “ছোট” বলায় দিলীপের কড়া সমালোচনায় সোমেন

Date:

Share post:

বিহারের মুজাফফরপুরের যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র বলেন, এ ঘটনা বিজেপি এবং তাদের সরকারের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটা সারা পৃথিবীর কাছে লজ্জার। সারা পৃথিবীর মানবতার কাছে লজ্জার। দিলীপ ঘোষ সব কিছুকেই ছোট করে দেখেন। কারণ, ওনারা দেশজুড়ে হাজার হাজার মানুষ মারছেন। তাই একটা ঘটনা ওনাদের কাছে ছোট।

উল্লেখ্য, গত বুধবার বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনে মৃত পরিযায়ী মায়ের চাদর ধরে টানছে তিন বছরের এক অবুঝ শিশু। সেই একরত্তির ভিডিও দেখে কাঁদছে গোটা দেশ। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থার ছবি বারেবারে সামনে এসেছে। মুজফ্‌ফরপুরের ঘটনা তার নতুন সংযোজন। এই পরিস্থিতিতে এই ঘটনাকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই বক্তব্যের কারণেই দেখা দিয়েছে বিতর্ক।

ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “এখন অবস্থা স্বাভাবিক নেই। রেলে কি দুর্ঘটনা হয় না?‌ ট্রেনে কি মানুষ মারা যায় না?‌ এই রেলদফতর, তাঁরা এরকম উদাহরণও রেখেছেন, যেখানে বাচ্চার জন্য দুধ নেই। মা টুইট করেছেন। পরের স্টেশন রেলের কর্মীরা দুধ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তাররা ছিলেন।”

এরপরই তাঁকে বলতে শোনা যায়, “কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়ে যাচ্ছে। ‌যেহেতু সবকিছু স্বাভাবিক নয়, তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে। এই ঘটনাগুলো ব্যতিক্রম ধরা ?”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় বইছে রাজ্যজুড়ে।

কী বলছেন সোমেন মিত্র…

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...