Saturday, November 8, 2025

মুজাফফরপুরের ঘটনাকে “ছোট” বলায় দিলীপের কড়া সমালোচনায় সোমেন

Date:

Share post:

বিহারের মুজাফফরপুরের যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র বলেন, এ ঘটনা বিজেপি এবং তাদের সরকারের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটা সারা পৃথিবীর কাছে লজ্জার। সারা পৃথিবীর মানবতার কাছে লজ্জার। দিলীপ ঘোষ সব কিছুকেই ছোট করে দেখেন। কারণ, ওনারা দেশজুড়ে হাজার হাজার মানুষ মারছেন। তাই একটা ঘটনা ওনাদের কাছে ছোট।

উল্লেখ্য, গত বুধবার বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনে মৃত পরিযায়ী মায়ের চাদর ধরে টানছে তিন বছরের এক অবুঝ শিশু। সেই একরত্তির ভিডিও দেখে কাঁদছে গোটা দেশ। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থার ছবি বারেবারে সামনে এসেছে। মুজফ্‌ফরপুরের ঘটনা তার নতুন সংযোজন। এই পরিস্থিতিতে এই ঘটনাকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই বক্তব্যের কারণেই দেখা দিয়েছে বিতর্ক।

ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “এখন অবস্থা স্বাভাবিক নেই। রেলে কি দুর্ঘটনা হয় না?‌ ট্রেনে কি মানুষ মারা যায় না?‌ এই রেলদফতর, তাঁরা এরকম উদাহরণও রেখেছেন, যেখানে বাচ্চার জন্য দুধ নেই। মা টুইট করেছেন। পরের স্টেশন রেলের কর্মীরা দুধ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তাররা ছিলেন।”

এরপরই তাঁকে বলতে শোনা যায়, “কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়ে যাচ্ছে। ‌যেহেতু সবকিছু স্বাভাবিক নয়, তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে। এই ঘটনাগুলো ব্যতিক্রম ধরা ?”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় বইছে রাজ্যজুড়ে।

কী বলছেন সোমেন মিত্র…

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...