Saturday, November 15, 2025

সাধনকন্যার হুমকি, তারপরেই পরেশকে শোকজ দলের

Date:

Share post:

সাধন পাণ্ডেকে আক্রমণের জন্য এবার পরেশ পালকেও শোকজ করছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,” পরেশ যেভাবে সাধন ও তাঁর কন্যাকে আক্রমণ করেছে, সেই বিষয়টিও দলের নজরে আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে চিঠি দিতে।”

আমফান পরবর্তী হয়রানি নিয়ে সাধন পান্ডে পুরসভার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানান।
এরপর দলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে শোকজ করেন।
এদিকে বিধায়ক পরেশ পাল বৃহস্পতিবারই কয়েকজন পুরপিতাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে কড়া আক্রমণ করেন সাধনকে। যা মুখে আসে তাই বলেন। এর মধ্যে তিনি বলেন,” সাধন পান্ডে ওর মেয়েকে সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বিজেপিকে খুশি করতে পুরসভার বদনাম করছে।”

পরেশ যেভাবে একাধিক পুরপিতাকে ডেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন, তাতে সকলেই বুঝেছেন এটা উপরের কারুর মদত ছাড়া অসম্ভব।

সাধন এর কোনো উত্তর দেননি।
কিন্তু দলের সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম সাধনকন্যা শ্রেয়ার ফোন পেয়েছেন। দুজনেই বিষয়টি শীর্ষনেতৃত্বকে জানান। শ্রেয়া চরম ক্ষোভের সঙ্গে তাঁদের বলেছেন,” এই অসভ্যতার জবাব আমি সিবিআই অফিসে গিয়েই দেব। লকডাউন উঠলে আমি নিজে গিয়ে কিছু কথা বলে আসব।”

পার্থবাবু শুরু থেকেই সাধনের উপর শোকজের বিষয়টি পছন্দ করেননি। এরপর তিনি হস্তক্ষেপ করেন।

শুক্রবার নিজেই সাংবাদিকদের বলেন,” সাধন আর তাঁর কন্যা সম্পর্কে পরেশ পাল যা বলেছেন দল নজর রেখেছে। শোকজ করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে।”

অর্থাৎ এবার চিঠি পাবেন পরেশ।
কিন্তু যার কথায় পরেশ এই ঝামেলাটা করলেন, তিনি আড়ালেই থাকলেন।

সাধন অবশ্য পরেশদের কথার গুরুত্ব বা জবাব কোনোটাই দিচ্ছেন না। তিনি আপাতত তাঁর শোকজের চিঠির জবাবি রণকৌশলে ব্যস্ত।

দলীয় সূত্রে খবর, রাজনীতির লড়াইটা বড়দের মধ্যে থাকলেই সাধন চাপে থাকতেন। কিন্তু পরেশ সাধনের মেয়েকে টেনে মন্তব্য করায় শ্রেয়া ভয়ানক ক্ষুব্ধ। পার্থ এবং ফিরহাদ, দুজনেই সেই ক্ষোভের আঁচ পেয়েছেন। পার্থর ঘনিষ্ঠমহলের খবর, মহাসচিব এখন এসব নন-ইস্যুতে দলকে জড়াতেই চান না। সাধনের সঙ্গে কথা বলেই মেটানো যেত। শোকজের চিঠি আর পরেশের সাংবাদিক বৈঠকে জল ঘোলা হয়েছে। আর সাধন যেহেতু মানুষের হয়রানির কথা বলে শোকজ খেয়েছেন, তাই মানুষের সমর্থন এই ইস্যুতে সাধনের দিকে। পার্থ এখন ভারসাম্য রেখে বিষয়টি মেটাতে চান।
এখন দেখার বিষয় সাধনের শোকজের জবাবি রণকৌশল কী হয়।

 

spot_img

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...