Thursday, August 28, 2025

সমবায় ব্যাঙ্ক দিয়ে স্বস্তি মানুষের, সক্রিয় শুভেন্দু

Date:

Share post:

করোনার জেরে চলছে লকডাউন। আর তার সঙ্গে জোট বেঁধেছে আমফান। তছনছ করে দিয়েছি রাজ্যে বেশ কিছু জায়গা। এমন সঙ্কটের সময়ে ফের মানবিক পদক্ষেপ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক, কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক এবং কন্টাই কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা রবিবার ৩১ মে ঘোষণা করলেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, এই সমবায় ব্যাঙ্কগুলি থেকে যেসব কৃষক, ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, পরিবহণ ক্ষেত্রের যাঁরা ঋণ নিয়েছেনূ আগেই তাঁদের জন্য তিন মাসের মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল। সেটা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মোট ৬ মাস বাড়িয়ে দেওয়া হলো। এতে তাঁরা অতিরিক্ত ৬টি কিস্তিতে টাকা শোধ করতে পারবেন। এই জন্য তাঁদের উপর কোনও অতিরিক্ত অর্থের বোঝা চাপবে না। এর পাশাপাশি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ব্লক প্রতি ১ লক্ষ টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলির জন্য। শুভেন্দু অধিকারী বলেন, করোনা মোকাবিলায় গড়া রাজ্য সরকারের তহবিলে এই তিনটি সমবায় সমিতির মাধ্যমে দেড় কোটি টাকা দেওয়া হয়েছে। কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সাড়ে চার লক্ষ মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করেছে। এবার তিনটি জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে স্যানিটাইজেশন, শুকনো খাবার ইত্যাদির জন্য সাধ্যমতো ব্লক প্রতি ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এতে ৫৪টি ব্লক ও বেশ কয়েকটি পুরসভার পাশে থাকা সম্ভব হবে। শুভেন্দু অধিকারী আরও জানান, ফণী ও আমফান থেকে শিক্ষা নিয়ে এবার সমবায় ব্যাঙ্কগুলি থেকে কৃষিঋণ দেওয়া হবে, ৫৫০ কোটি টাকার কৃষিঋণ দেওয়া হবে। এতে কৃষি, উদ্যানপালন ও প্রাণীসম্পদ বিকাশের সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে ঘোষণা করেছেন তার বাইরে সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমেও সহায়তা প্রদান করা হবে। ২০১৯-২০ সালে পানের বরজের জন্য যাঁরা ঋণ নিয়েছিলেন আমফানে ক্ষতির জন্য সদস্য কল্যাণ তহবিল থেকে কন্টাই এআরডিবি ব্যাঙ্ক প্রত্যেককে ১০ হাজার ও তমলুক এআরডিবি ব্যাঙ্ক প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থসাহায্য দেবে। এ ছাড়াও কন্টাই এআরডিবি ব্যাঙ্ক নতুন পানের বরজের জন্য ঋণ দিতে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিমা চালু করা হবে, যার ৫০ শতাংশ প্রিমিয়াম ঋণগ্রহীতা দেবেন এবং ৫০ শতাংশ দেবে ওই ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য ১ শতাংশ বাড়তি সুদ এই সমবায় ব্যাঙ্কগুলি দেবে বলেও জানান পরিবহনমন্ত্রী। তাঁর কথায়, সঙ্কটে অসম যুদ্ধে জয়ের প্রত্যয় নিয়েই এই মানবিক পদক্ষেপ।

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...