Sunday, November 16, 2025

দুনিয়ার ধনীতম ক্রীড়াবিদদের তালিকা! প্রথম ফেডেরার, ৬৬-তম বিরাট

Date:

Share post:

করোনা আতঙ্ক বিশ্বজুড়ে। থেমে গিয়েছে সমস্ত খেলা। আপাতত সব খেলোয়াড়ই এখন কার্যত বিশ্রামে৷ তবে এই করোনা আবহেও প্রকাশিত হয়েছে ২০১৯-২০ ফোবর্স ম্যাগাজিন। যার মধ্যে রয়েছে বিশ্বের ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকা। সেই তালিকায় এবারও জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

২০১৮ এবং ২০১৯ সালেও ফোর্বসের বিচারে ধনী ক্রীড়াবিদদের তালিকায় প্রথম একশোয় ছিলেন বিরাট। ২০১৮ সালে ছিলেন ৮৩তম স্থানে। আর ২০১৯ সালে ১৭ ধাপ নেমে গিয়ে ১০০ তম ছিলেন। ২০২০ সালে ৬৬তম স্থানে উঠে এসেছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও পুরস্কার অর্থ মিলিয়ে ২০১৯ সালে ২৫ মিলিয়ন ডলারের অধিকারী ছিলেন তিনি। ২০২০ সালে কোহলির আয় বেড়েছে আরও ১ মিলিয়ন ডলার।

ফোর্বসের পেশ করা তালিকায় এই প্রথমবার শীর্ষে উঠলেন কোনও টেনিস তারকা৷ রজার ফেডেরার এবার এক নম্বরে। তাঁর ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পারিশ্রমিক মিলিয়ে শেষ আর্থিক বর্ষে ১০৬.৩ মিলিয়ন ডলারের মালিক। ফেডেরার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং তৃতীয়তে লিওনেল মেসি। ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পুরস্কার অর্থ মিলিয়ে রোনাল্ডোর বার্ষিক আয়ের পরিমাণ ১০৫ মিলিয়ন ডলার। মেসির উপার্জন ১০৪ মিলিয়ন ডলার।

করোনার জেরে মার্চের মাঝামাঝি থেকে ইউরোপে বন্ধ ফুটবল। এমন কঠিন সময় ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে তাঁদের ক্লাব গুলি। ৯৫.৫ মিলিয়ন ডলারের মালিক এবং ফোর্বসের চতুর্থ স্থানে রয়েছেন পিএসজি তারকা নেইমার। পঞ্চম স্থানে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস তিনি ৮৮.২ মিলিয়ন ডলার আয় করেছেন। মেয়েদের মধ্যে শীর্ষে রয়েছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। তাঁর রোজগারের পরিমাণ ৩৭.৪ মিলিয়ন ডলার।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...