Friday, November 21, 2025

বিজেপির’র নয়া কমিটিতে ব্রাত্য কেন শমীক-দেবজিৎ? বাড়ছে ক্ষোভ, উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিজেপির নবগঠিত রাজ্য কমিটিতে পরীক্ষিত এবং পরিচিত দুই মুখ, শমীক ভট্টাচার্য এবং দেবজিৎ সরকারের ঠাঁই না হওয়ায় দলের অন্দরেই বিস্মিত অনেকে৷

শমীক ভট্টাচার্য দলের প্রাক্তন বিধায়ক, সুবক্তা এবং বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবেই দলের প্রতিনিধিত্ব করেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে দমদম কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷

দেবজিৎ সরকার দলের যুব মোর্চার সফল সভাপতি ছিলেন৷ দলের যুবসমাজে যথেষ্টই প্রভাব আছেন৷ লড়াকু৷ ২০১৯-এর লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷
শমীক সম্পর্কে বিজেপির অন্দরের খবর, তিনি দিলীপ ঘোষের বিরোধী এবং মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত হয়ে গিয়েছিলেন। একটি টেলিফোনবিতর্কেও জড়িয়ে পড়েন। সেকারনেই সম্ভবত শমীককে এবার আর নতুন কমিটিতে রাখা হয়নি৷ দলে শমীককে পছন্দ করেন, এমন লোকজন কম নেই৷ প্রভাবও যথেষ্ট৷ রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই দলের মধ্যে আলোচনা চলছে, শমীক ভট্টাচার্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দলের ক্ষতিই হবে৷

ওদিকে দলের যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ সরকার দলের অভ্যন্তরে যথেষ্ট জনপ্রিয়৷ দলের বাইরেও দেবজিৎ-এর নিজস্ব পরিচিতের গণ্ডি বেশ বড়৷ দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব থাকা লকেট চট্টোপাধ্যায় যদি দলের সাধারন সম্পাদক হতে পারেন, তাহলে যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ-কে সরাসরি ছেঁটে দেওয়া হলো কেন ?
বঙ্গ-বিজেপির এই দুই লড়াকু নেতার অনুগামীও কম নয়৷ দলের এই সিদ্ধান্তে দুই নেতার শিবিরের স্পষ্ট বক্তব্য, যাদের হাত ধরে এ রাজ্যে জমি খুঁজে পেয়েছে বিজেপি, সেই দুই নেতাকে এভাবে সরিয়ে দেওয়া সঠিক হয়নি৷ রাজ্য কমিটির এই বিতর্কিত সিদ্ধান্তের কু-প্রভাব দলে পড়বে৷
এ বিষয়ে দু’জনের কারো মতামতই পাওয়া যায়নি৷ দুই নেতাকে এভাবে ছেঁটে ফেলার ঘটনায় ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই৷

spot_img

Related articles

ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

শুক্রবার ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আইএসএল(ISL) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আইএসএল (ISL) আয়োজনে...

মহুয়ার বিরুদ্ধে লোকপালের চার্জশিট-নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট, রায়দান স্থগিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দেওয়ায় লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট (Delhi...

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে...