Tuesday, May 6, 2025

বিজেপির’র নয়া কমিটিতে ব্রাত্য কেন শমীক-দেবজিৎ? বাড়ছে ক্ষোভ, উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিজেপির নবগঠিত রাজ্য কমিটিতে পরীক্ষিত এবং পরিচিত দুই মুখ, শমীক ভট্টাচার্য এবং দেবজিৎ সরকারের ঠাঁই না হওয়ায় দলের অন্দরেই বিস্মিত অনেকে৷

শমীক ভট্টাচার্য দলের প্রাক্তন বিধায়ক, সুবক্তা এবং বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবেই দলের প্রতিনিধিত্ব করেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে দমদম কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷

দেবজিৎ সরকার দলের যুব মোর্চার সফল সভাপতি ছিলেন৷ দলের যুবসমাজে যথেষ্টই প্রভাব আছেন৷ লড়াকু৷ ২০১৯-এর লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷
শমীক সম্পর্কে বিজেপির অন্দরের খবর, তিনি দিলীপ ঘোষের বিরোধী এবং মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত হয়ে গিয়েছিলেন। একটি টেলিফোনবিতর্কেও জড়িয়ে পড়েন। সেকারনেই সম্ভবত শমীককে এবার আর নতুন কমিটিতে রাখা হয়নি৷ দলে শমীককে পছন্দ করেন, এমন লোকজন কম নেই৷ প্রভাবও যথেষ্ট৷ রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই দলের মধ্যে আলোচনা চলছে, শমীক ভট্টাচার্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দলের ক্ষতিই হবে৷

ওদিকে দলের যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ সরকার দলের অভ্যন্তরে যথেষ্ট জনপ্রিয়৷ দলের বাইরেও দেবজিৎ-এর নিজস্ব পরিচিতের গণ্ডি বেশ বড়৷ দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব থাকা লকেট চট্টোপাধ্যায় যদি দলের সাধারন সম্পাদক হতে পারেন, তাহলে যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ-কে সরাসরি ছেঁটে দেওয়া হলো কেন ?
বঙ্গ-বিজেপির এই দুই লড়াকু নেতার অনুগামীও কম নয়৷ দলের এই সিদ্ধান্তে দুই নেতার শিবিরের স্পষ্ট বক্তব্য, যাদের হাত ধরে এ রাজ্যে জমি খুঁজে পেয়েছে বিজেপি, সেই দুই নেতাকে এভাবে সরিয়ে দেওয়া সঠিক হয়নি৷ রাজ্য কমিটির এই বিতর্কিত সিদ্ধান্তের কু-প্রভাব দলে পড়বে৷
এ বিষয়ে দু’জনের কারো মতামতই পাওয়া যায়নি৷ দুই নেতাকে এভাবে ছেঁটে ফেলার ঘটনায় ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই৷

spot_img

Related articles

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...