ঘূর্ণিঝড় ত্রাণে ৪ কোটি টাকা সাহায্য করল আইসিআইসিআই ব্যাঙ্ক

আমফান ক্ষতিগ্রস্ত বাংলার পাশে দাঁড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক। ঘূর্ণিঝড় ত্রাণে সাহায্য করল ৪ কোটি টাকা।
আইসিআইসিআই ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষ নবান্নের রাজ্য সচিবালয়ে চেকটি মুখ্য সচিব রাজীব সিনহার হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এর মধ্যে ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছে। এছাড়াও রাজ্যের ঘুর্নিঝড় প্রভাবিত জেলাগুলিতে ১ কোটি টাকামূল্যের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন – চাল, ডাল, তেল ইত্যাদি দিয়েছে। এই প্রসঙ্গে আইসিআইসিআই ব্যাংকের জোনাল হেড(রিটেল) আকাশ রাঘব বলেন, “এই দুর্যোগে সরকারের পশে থাকতে পেরে ভাল লাগছে। “

Previous articleবিজেপির’র নয়া কমিটিতে ব্রাত্য কেন শমীক-দেবজিৎ? বাড়ছে ক্ষোভ, উঠছে প্রশ্ন
Next articleসহ-উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্ক, শিক্ষামন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রাজ্যপাল