শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোভিড ১৯ পরীক্ষা রিপোর্ট নেগেটিভ। শুক্রবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার তাঁর এবং তাঁর পরিবারের সকল সদস্যের লালা রস পরীক্ষা করা হয়েছিল। এদিন সেই টেস্টের রিপোর্ট আসে। সেখানে সাংসদ ও তাঁর পরিবারের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। সাংসদের অভিযোগ, বিজেপির একটা অংশ রটিয়েছিল তাঁর করোনা হয়েছে। এদিন সেটা মিথ্যা প্রমাণিত হল।
