Wednesday, August 27, 2025

লকডাউনে পুরো বেতন না দিলেও মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মালিক বা নিয়োগকর্তাদের স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট৷

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন না দিলেও আগামী ১২ জুন পর্যন্ত অক্ষম মালিক বা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। ওদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা সংস্থা সত্যিই বেতন দিতে অক্ষম কি’না, তা যাচাই করার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রও। এই আর্জি জানিয়ে কেন্দ্রের দাবি, আয়-ব্যায়ের বাৎসরিক হিসেবে পেশ করতে হবে নিয়োগকর্তাদের।

দেশে লকডাউন শুরু হয়েছিলো গত ২৫ মার্চ। ১৭ মে পর্যন্ত মোট ৫৬ দিনের লকডাউন পর্বে কর্মীদের পুরো বেতন দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েই সমস্যা বেশি দেখা দিয়েছে। এর মধ্যেই গত ২৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, কোনওভাবেই কর্মীদের বেতন কাটা যাবে না৷ ৫৬ দিনের পুরো বেতনই দিতে হবে তাঁদের।
কেন্দ্রের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি, লকডাউনের জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফলে কর্মীদের পুরো বেতন দেওয়া সম্ভব নয়। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ১৫ মে এক নির্দেশ জারি করেছিলো। তাতে বলা হয়, নিয়োগকর্তারা কর্মীদের পুরো বেতন দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচারপতি অশোক ভূষণ, এস কে কউল এবং এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ সেই নির্দেশের সময়সীমাকে আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...