বন্ধ ঘরের মধ্যে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ-এর প্রাক্তন স্ত্রী ও শ্বাশুড়ির রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো। সল্টলেকের BE ব্লকের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় জোড়া মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

সুরজিৎ কর পুরকায়স্থ-এর স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০) ও তাঁর শ্বাশুড়ি পাপিয়া দে (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁদের দু’জনকে বাড়ির বাইরেও দেখা যায়নি। ফোনেও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে খবর। ঘরের দরজা জানলা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতাদের দেহ উদ্ধার করে। প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই পারিবারিক কারণে প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর সল্টলেকে মা পাপিয়াদেবী-কে নিয়ে একাই থাকতেন সুরজিৎ কর পুরকায়স্থ-এর স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ।

ঠিক কীভাবে তাঁদের দু’জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। করোনার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
গোটা এলাকা স্যানিটাইজ করা হচ্ছে।
