Saturday, November 15, 2025

‘আমার নোবেল আটকে রেখেছেন অমর্ত্য সেন’, হাওড়া ব্রিজে উঠে দাবি ভবঘুরে মহিলার

Date:

Share post:

‘আমার নোবেল অন্যায় ভাবে নিজের বাড়িতে আটকে রেখেছেন অর্থনীতিবীদ নোবেলজয়ী অমর্ত্য সেন। আমি ছোটবেলায় নোবেল পুরস্কার পেয়েছিলাম।’ এই দাবি নিয়েই এবার হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন এক বছর পঁয়ত্রিশের মহিলা। কী কাণ্ড! একেবারে হাওড়া ব্রিজের মাথায়।

হ্যাঁ। এমনই ঘটনা ঘটল‌ রবিবার বিকেলে। লকডাউন চলায় রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। তার ওপর আবার রবিবার বিকেল। একটু বেশি ফাঁকা। এমন এক সময় ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের কানে ভেসে আসে এক মহিলার চিৎকার। একটু খোঁজ নিয়ে তাঁরা দেখেন, ব্রিজের ৪ নম্বর পিলার বেয়ে ক্রমশ ওপরে উঠছেন এক মহিলা। এরপর তাঁরা খবর দেন উত্তর বন্দর থানার পুলিশকে। ঘটনাস্থলে তাঁরা এসে এমন দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন। এরপরে তাঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করলে তিনি কোনও কথায় কান দেননি। অবশেষে তারা ব্যর্থ হন। ডাকা হয় দমকলকে। ঘন্টা খানেকের প্রচেষ্টায় পুলিশ ও দমকলের তৎপরতায় নামানো সম্ভব হয় ওই মহিলাকে।

উত্তর বন্দর থানার পুলিশ আটক করে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়ার পর জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি আধিকারিকদের জানান, খোওয়া যাওয়া নোবেল উদ্ধারের জন্য অতীতে তার স্থানীয় এসপি অফিসের দ্বারস্থ হয়েও কোনও রকম সাহায্য মেলেনি প্রশাসনের তরফ থেকে। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। পুলিশকে কড়াভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার নোবেল অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে তিনি ভবিষ্যতে আবারও হাওড়া ব্রিজে চড়ে বসতে পারেন।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম ডলি ঘোষ বলে জানিয়েছেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া ঘোষপাড়া এলাকায় বলেও জানিয়েছেন পুলিশকে। যদিও এই তথ্য কতটা ঠিক তা যাচাই করে দেখছে উত্তর বন্দর থানার পুলিশ।

spot_img

Related articles

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...