Sunday, August 24, 2025

এ কিসের সঙ্কেত! চিনের ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্য

Date:

Share post:

ধেয়ে আসছে একের পর এক ট্যাংক, সাঁজোয়া গাড়ি! চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে চিন। শনিবারই দুই দেশের লেফট্যানেন্ট জেনারেলের মধ্যে বৈঠক হয়েছে। আর তার ঠিক পরের দিনই সেনা মহড়ার ভিডিও প্রকাশ করেছে চিন। তবে কি ভারত-চিন সংঘাতে নতুন করে উস্কানি দিতেই এমন ভিডিও? এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রসঙ্গত, লাদাখে এক মাসেরও বেশী সময় ধরে মুখোমুখি রয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। প্রায় শতাধিক সৈন্য নিয়ে অপেক্ষা করছে দুই দেশ। চিন এক চুলও সরতেরাজি নয়। এই বিষয়ে একাধিক বৈঠকেও তেমন কোনও কাজ না হওয়ায় অবশেষে লেফট্যানন্টে জেনারেল স্তরের বৈঠক হয় শনিবার। আর এই বৈঠকে দুই দেশই শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কিন্তু এরপরই রবিবার চিনের সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে চিনের স্থলসেনা ও বায়ুসেনা যৌথ ভাবে মহড়া চালাচ্ছে । ওই সংবাদমাধ্যম লিখেছে, ‘মাত্র কয়েক ঘণ্টায় সেনাবাহিনী হুবেই প্রদেশ থেকে সোজা চলে গিয়েছে উঁচু পার্বত্য অঞ্চলে।’ অর্থাৎ, ভারত-চিন সীমান্তের দিকে গিয়েছে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি ভারত-চিন অশান্তির মাঝেই এই মহড়া চলছে বলেও পরিস্কার উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক সাঁজোয়া গাড়িতে যাচ্ছে সেনা। পাহাড়ি অঞ্চলে পরপর যাচ্ছে যুদ্ধের ট্যাংক।

দুই দেশের মধ্যে চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি ১৪ কর্পসের কমান্ডার। অন্যদিকে টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন চিনা প্রতিনিধি হিসেবে। এই প্রথম উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হল দুদেশের মধ্যে।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...