ক্যান্সার আক্রান্ত রোগীর কাছে ওষুধ পৌঁছে দিল দিনহাটা থানা। থানার আইসির সঞ্জয় দত্তর উদ্যোগে। দিনহাটা থানার গোসানিমারি বাসিন্দা দেবব্রত বর্মন ২০০৬ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত। প্রত্যেক তিন মাস অন্তর অন্তর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার রক্ত পরীক্ষা হয়। কিন্তু লকডাউনের কারণে তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। অবশেষে উত্তরবঙ্গ বেঙ্গল মেডিক্যাল কলেজের একজন চিকিৎসকের সহযোগিতায় ৬০ দিনের ওষুধ জোগাড় করে দিনহাটা থানা। এরপর ওই ব্যক্তির হাতে ওষুধ তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগেও একবার কুড়ি দিনের ওষুধ পৌঁছে দেওয়া হয়েছিল তাকে। এবার ৬০ দিনের ওষুধ পৌঁছে দিয়ে সহযোগিতার নজির তৈরি করল দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত।
