Monday, August 25, 2025

২১ জুলাই কি ‘ভার্চুয়াল’ সমাবেশ? মমতা জানালেন, দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন৷ সে ক্ষেত্রে হাতে থাকবে মাত্র ২১ দিন৷ এই সময়ের মধ্যে রাজ্যের পরিস্থিতি করোনা-পূর্ব অবস্থায় ফেরানো কার্যত অসম্ভব৷

তাহলে এ বছর তৃণমূলের ২১ জুলাইয়ের ভবিষ্যৎ কী ? তৃণমূলও কি তাহলে বিজেপির মতোই ভার্চুয়াল সমাবেশ করবে ওই ২১ জুলাই ?

সোমবার নবান্নে এসব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, “সেদিন কী হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক হয়নি৷ দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত”৷

তৃণমূলের সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের নাড়ির যোগ৷ ওই দিনেরর সমাবেশে যোগ দিতে রাজ্যের সব প্রান্তের লাখ লাখ মানুষ কলকাতায় পা রাখেন৷ কিন্তু করোনা- আবহে এবারের পরিস্থিতি ভিন্ন। প্রতি বছরের ২১ জুলাই যেভাবে মানুষ আসেন, সমাবেশে যোগ দেন, এবার সামাজিক দূরত্ব বিধির কারনে, তা কার্যত অসম্ভব৷ একুশের নির্বাচনের আগে এবারই সম্ভবত শেষ ২১ জুলাই৷ এই সমাবেশ করতে না পারলে ক্ষতিই হবে শাসক দলের৷ একুশের মঞ্চ থেকেই বারো মাসের কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিমো৷
ফলে, একমাত্র বিকল্প ভার্চুয়াল সমাবেশ৷ তৃণমূল নেত্রী এদিন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি৷ তবে তিনি এদিন জানিয়েছেন, ভার্চুয়াল সভা করতে কোটি কোটি টাকা লাগে৷ বিজেপির টাকা আছে, তাই করছে। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভিডিও কনফারেন্সিং ও ভার্চুয়াল সভার মধ্যে ফারাক রয়েছে”৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি এখনই এই বিষয়ে কিছু জানাতে পারবেন না। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফলে ২১ জুলাইয়ের সমাবেশের ভবিষ্যৎ কী, তা জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে৷

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...