Saturday, May 17, 2025

কেরলে হাতি-খুন ইচ্ছাকৃত নয়, প্রাথমিক তদন্ত-রিপোর্ট বাবুল সুপ্রিয়র পরিবেশ মন্ত্রকের

Date:

Share post:

কেরলে হাতি-হত্যার ঘটনা নিছকই দুর্ঘটনা৷ আদৌ ইচ্ছাকৃত নয়৷ প্রাথমিক তদন্তের পর এমনই জানিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। বাংলার সাংসদ বাবুল সুপ্রিয় এই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী৷

মর্মান্তিক ওই হাতি-হত্যার ঘটনা প্রথমবার প্রকাশ্যে আসার সময় শোনা গিয়েছিলো, বাজি বোঝাই একটি আনারস খেয়ে ১৫ বছরের ওই গর্ভবতী হাতিটির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, আনারস নয়, নারকেল খেয়েছিল হাতিটি৷ মৃত্যুর অন্তত ২ সপ্তাহ আগে হাতিটি আহত হয়।

এদিকে, পরিবেশ মন্ত্রক প্রাথমিক রিপোর্টে বলেছে, তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ভুল করেই হাতিটি বিস্ফোরক-ঠাসা ফলটি মুখের মধ্যে ঢুকিয়েছিলো।

কেরলের যে জেলায় এই ঘটনা ঘটেছে, সেই মল্লপুরমের কৃষকরা বুনো শুয়োর আটকানোর জন্য বেআইনিভাবে ফলের মধ্যে বিস্ফোরক ভরে মাঠে ছড়িয়ে রাখে। কেরল সরকারও কিছু দিন আগে দাবি করেছিল যে সম্ভবত দুর্ঘটনাবশত বাজি-ভরতি ওই নারকেল খেয়ে ফেলে হাতিটি। এ বার তাদের সঙ্গেই সহমত হল কেন্দ্রের পরিবেশমন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, এই দুঃখজনক বিষয়টি নিয়ে তারা কেরল সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে এবং কোনও বনকর্মী যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবিও করেছে পরিবেশ মন্ত্রক। হাতি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উইলসন নামে একজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ।

এদিকে, পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মানুষকে অনুরোধ করেছেন, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। একটা পক্ষের তরফে ঘটনায় ধর্মের রঙও লাগানো হচ্ছে। এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করতে। কেরল সরকার এই ঘটনায় সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন।

spot_img

Related articles

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...