চিনের দ্রব্য বয়কট করতে পারবে না ভারত, কটাক্ষ চিনের সংবাদমাধ্যমের

একদিকে বিশ্বজুড়ে করোনা ত্রাস। অন্যদিকে ইন্দো- চিন সীমান্তে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে চিনের দ্রব্য ভারতে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাতে ক্ষুব্ধ ড্রাগন বাহিনী।

যদিও চিনের সংবাদ মাধ্যমের দাবি, ভারত চিনের দ্রব্যের অভ্যাস কাটাতে পারবে না। চিনের মোবাইল , স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করতে পারবে না। ভারতবাসী ‘মেক ইন ইন্ডিয়া’ দ্রব্যতে সন্তুষ্ট হতে পারবে না। চিনের দাবি, চিনের দ্রব্য যে মূল্যে পাওয়া যায়, তা ভারতে তৈরি সম্ভব নয়। বেজিং এর বক্তব্য, সস্তায় ভালো জিনিস পেতে গেলে চিনকে বেছে নিতে হবে ভারতের। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি, লকডাউনের ফলে অর্থনীতি যেভাবে ধুঁকছে তাতে চিনা দ্রব্য কেনা অর্থের সাশ্রয়।

লাদাখ সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হতেই চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। একই সঙ্গে চিনের অ্যাপ ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। করোনা সংক্রমণ এবং সীমান্তের উত্তেজনার জন্য চিনকে নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

Previous article১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুক রাজ‍্যগুলি, বলল সুপ্রিম কোর্ট
Next articleকেরলে হাতি-খুন ইচ্ছাকৃত নয়, প্রাথমিক তদন্ত-রিপোর্ট বাবুল সুপ্রিয়র পরিবেশ মন্ত্রকের