দেশজুড়ে লকডাউনের ফলে সুস্থ হয়ে উঠেছে পরিবেশ। কিন্তু মানুষের গাফিলতি নতুন করে বড় বিপদ ডেকে আনতে পারে। করোনা সংক্রমণ রুখতে মাস্ক, গ্লাভস সহ পিপিই কিট ব্যবহার করছে বিশ্বের বহু দেশ। এই মাস্ক, গ্লাভস সহ পিপিই কিট ভেসে বেড়াচ্ছে সমুদ্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা এর থেকে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বাড়ল। পাশাপাশি আগামী ৪৫০ বছর ধরে সমুদ্রে দূষণ ছড়াবে।

তিন লেয়ার যুক্ত মাস্ক বছরের পর বছর নষ্ট হবে না। সমুদ্রের জলকে দূষিত করবে প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি গ্লাভস ও পিপিই কিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, করোনা থেকে বাঁচতে শুধুমাত্র বিশ্বের চিকিৎসকদের আট কোটি গ্লাভস, নয় কোটি মেডিক্যাল মাস্ক লাগবে। এই মাস্ক, গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলছেন না অনেকেই। যা এই সময় উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

প্লাস্টিক দূষণ রোধ করতে বহু বছর ধরে লড়াই করছেন পরিবেশবিদরা। কিন্তু এরই মধ্যে নতুন করে সমুদ্র ও পরিবেশ দূষণ করছেন সাধারণ মানুষ। বহু দেশের সমুদ্রতটে মাস্ক, গ্লাভস, পিপিই কিট পড়ে থাকতে দেখা গিয়েছে। সমুদ্র থেকে তুলে আনা মাছের গলায় জড়িয়ে রয়েছে মানুষের ব্যবহার করা মাস্ক। এমন ছবিও ধরা পড়েছে।
