গড়িয়ার শ্মশানে মৃতদেহ বিতর্ক নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন নন্দীগ্রামে লাশ লুকিয়ে ছিল সিপিএম। আর এখন সেই কাজটাই করছেন তৃণমূল কংগ্রেস।

দিলীপের অভিযোগ, করোনার সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য। তথ্য গোপন করা হচ্ছে। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। মারা যাওয়ার পর মৃতদেহ পরিবারকে দেখতে দেওয়া হচ্ছে না। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বৈজ্ঞানিক কারণে নয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানলাম। কিন্তু মৃতদেহের যথাযথভাবে সৎকার হবে, ন্যূনতম এই শেষ সম্মান পাওয়ার অধিকার নেই পরিবারগুলোর? এটা কোন ছবি বহন করছে বাংলায়? দিলীপের অভিযোগ, যেভাবে বিজেপি কর্মীদের ওপর নৃশংস আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, মানুষ কিন্তু তা সহ্য করবেন না। উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে।
