Thursday, January 1, 2026

করোনা আবহে পরীক্ষা বাতিলের দাবি, সোশ্যাল মিডিয়ায় আন্দোলন পড়ুয়াদের

Date:

Share post:

লকডাউনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীরা শুরু করেছে পরীক্ষা বিরোধী আন্দোলন। পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাঁদের পাশ করিয়ে দিতে হবে। আগের পরীক্ষার নম্বরের মূল্যায়নের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট দিতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই আন্দোলনে সামিল হয়েছেন।

এই আন্দোলনে পিছিয়ে নেই এ রাজ্যের পড়ুয়ারাও।কলকাতা, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ায় পাশ করিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইমেইল করে নিজেদের দাবি জানিয়েছেন পড়ুয়ারা।

আন্দোলনকারীদের বক্তব্য, করোনা আবহে পরীক্ষা দিতে গেলে কেউ যদি আক্রান্ত হন, তাহলে সে দায় কে নেবে? তাঁদের দাবি, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের বছরের পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট এবং ডিগ্রি তুলে দিতে হবে ছাত্র-ছাত্রীদের হাতে। ইতিমধ্যেই #againstexam নামে একটি ফেসবুক পেজ খুলেছেন আন্দোলনকারীরা। যেখানে ৭০ হাজারের উপর সদস্য হয়ে গিয়েছে। আন্দোলনকে জোরদার করতে অনলাইনে সংগ্রহে নামছেন তাঁরা।

ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় #StudentLivesMatter, #BengalAgainstExam হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলন চলছে। কর্নাটক, রাজস্থান, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারাও এই হ্যাশট্যাগ আন্দোলনে সামিল হয়েছেন। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক আন্দোলনকারী জানান, ” জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার বিরোধিতা করছি আমরা। এই আন্দোলন সারা দেশেই হচ্ছে। গণ ইমেইল করার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ হাজার ইমেইল করা হয়েছে।”

spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...