করোনা পরিস্থিতিতে এবার জৌলুস কমছে ২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ আপাতত ঠিক হয়েছে নভেম্বরের ৫ থেকে ১২ তারিখ এই উৎসব হবে৷ তবে পরিস্থিতি অনুসারে তারিখ বদল হতে পারে৷

এ বছরের এই সিনেমা উৎসবের আড়ম্বরে অনেকটাই ঘাটতি থাকবে। এই আতঙ্কজনক পরিস্থিতিতে কীভাবে উৎসব করা যায় তা নিয়ে আলোচনা করতে চলচ্চিত্র উৎসব কমিটির বৈঠক হয়েছে নন্দনে। বৈঠকে স্থির হয়েছে:

◾নভেম্বরের ৫ থেকে ১২ তারিখ এই উৎসব হবে৷

◾নেতাজি ইনডোরের বদলে উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে নন্দনে৷

◾শুধু নন্দন চত্বর ও সরকারি সিনেমা হলেই দেখানো হবে ছবি৷

◾বিদেশের অতিথিদের আসার বিষয়টি এখনও অনিশ্চিত৷

◾অনলাইনে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব করার প্রস্তাব দিয়েছেন অনেকে। এখনই তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও অরিন্দম শীল।
