Sunday, August 24, 2025

ডাক্তারি পাশ করা IAS, IPS-রা এবার চিকিৎসা পরিষেবায়, নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

জটিল আকার নেওয়া করোনা’র মোকাবিলায় কেন্দ্রের নতুন সিদ্ধান্ত ৷

ডাক্তারি পাশ করা IAS ও IPS-দের সরাসরি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর অর্থ, যে সব IAS, IPS-দের এমবিবিএস ডিগ্রি আছে, এবার তাঁদের দেশের যে কোনও প্রান্তে পাঠানো হবে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরতে৷ সূত্রের খবর, কেন্দ্রের শীর্ষস্তরে নেওয়া এই সিদ্ধান্তের ভিত্তিতে এই ধরনের আমলাদের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে কর্মিবর্গ মন্ত্রক৷ তালিকা বানানো শেষ হলেই ওই সব আমলাদের ডেকে পাঠানো হবে দিল্লিতে৷ তাঁদের দেওয়া হবে নতুন দায়িত্ব। দেশের যে কোনও প্রান্তের সরকারি হাসপাতাল বা কোভিড হাসপাতালের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁদের নিয়োগ করা হবে৷

দেশে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র৷ তেমন হলে নবনিযুক্ত এই প্রশাসনিক প্রধানরা প্রয়োজনে নিজেরাও চিকিৎসার কাজে নামতে পারবেন বলে মনে করছে সরকার।
MBBS ডিগ্রিধারী আমলাদের হঠাৎ এ ধরনের নতুন দায়িত্বে আনার কারন হিসাবে বলা হয়েছে, দেশের সরকারি হাসপাতাল বা কোভিড হাসপাতালগুলির উপর চাপ বাড়ছে। দেশে এই মুহুর্তে প্রতিদিন গড়ে ১০ হাজার নতুন আক্রান্তের খোঁজ মিলছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ চাপ পড়ছে চিকিৎসা কাঠামোর উপর। বেড থেকে ভেন্টিলেটর, সবকিছু নিয়েই একটা সঙ্কট চলছে৷ PPE না পাওয়া চিকিৎসাকর্মীদের বিক্ষোভও আছে৷ কেন্দ্র মনে করছে, এমন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ঠাণ্ডা মাথার অভিজ্ঞ আমলারা তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে পারবেন৷

এ বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো, এই আমলাদের শুধুই কেন্দ্রীয় সরকারের চিকিৎসা ব্যবস্থা সঙ্গে যুক্ত করা হচ্ছে না, করোনার প্রকোপ বেশি এমন রাজ্যগুলিতেও তাঁদের দক্ষতা কাজে লাগানো হবে৷ সংশ্লিষ্ট আমলাকে কোনও রাজ্যে পাঠানো হলে তাঁকে ‘’কোঅর্ডিনেটর’এর দায়িত্ব দেওয়া হবে। যে সব রাজ্যে এ ধরনের আমলা-চিকিৎসকদের পাঠানো হবে, সেই রাজ্যগুলি হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ৷ নিয়োগের আগে প্রয়োজনে হলে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলে নিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কথা বলাটা বাধ্যতামূলক নয়৷

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...