১৫ জুন খুলছে না মোহনবাগান ক্লাবের গেট। সিদ্ধান্ত বদল করল মোহনবাগান কর্তারা।

তিন মাস মোহনবাগান ক্লাবের গেট বন্ধ থাকার পর ১৫ জুন খোলার কথা টুইট করে জানিয়েছিল সবুজ-মেরুন ক্লাব। তবে বর্তমান পরিস্থিতিতে করো না মনের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল মোহনবাগান কর্তারা। জানানো হলো, ক্লাব আপাতত বন্ধ থাকবে। শনিবার একটি প্রেস বিবৃতি দিয়ে সচিব সৃঞ্জয় বোস জানান, “প্রথমে ঠিক হয়েছিল ১৫ জুন সবুজ-মেরুন ভক্তদের জন্য ক্লাব খুলে দেওয়া হবে। কিন্তু প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় সদস্য-সমর্থকদের সুস্থ ও সুরক্ষিত থাকার দিকটাও ভাবা হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন, খুব দরকার ছাড়া যেন কেউ বাইরে না বের হন। তাই সবদিক বিচার করেই আপাতত ক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে সবুজ-মেরুন ভক্তদের আরও জানানো হয়েছে, অনলাইনেই কেনা যাবে জার্সি-মাগ-সহ আই লিগ চ্যাম্পিয়ন বাগানের লোগোযুক্ত সমস্ত সরঞ্জাম। শীঘ্রই শুরু হবে বিক্রি। কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে সেসব প্রোডাক্ট কিনতে পারবেন সমর্থকরা, তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।
