Friday, January 9, 2026

ময়নাতদন্ত না হওয়ায় অভিনেতার শেষকৃত্য সোমবার, ওদিকে উঠে এসেছে নানা তথ্য

Date:

Share post:

ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল, সোমবার। মুম্বই পুলিস ও সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর মিলেছে৷

◾এখনও পর্যন্ত পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে বলে জানা যাচ্ছে।

◾ওদিকে তাঁর পরিবারের তরফে দু-তিনজন সন্দেহ প্রকাশ করেছেন, সুশান্তকে খুন করা হয়ে থাকতে পারে৷

◾ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানিয়েছে পুলিস।

◾পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুশান্ত তাঁর টেলিভিশনের এক বন্ধুকে ফোন করেছিলেন৷

◾যাকে ফোন করা হয়েছিলো, তিনি ফোন তোলেননি।

◾এই বন্ধু’র নাম পুলিশ জানায়নি৷

◾বাড়ির পরিচারিকা পুলিশকে জানিয়েছেন,
রবিবার সকাল ৬.৩০ মিনিটে তিনি সুশান্তকে দেখেছিলেন৷

◾তখন সুশান্তকে জুস খেতে দেওয়া হয়।

◾এরপরে সুশান্ত ঘরের দরজা বন্ধ করে দেন।

◾বাড়িতে থাকা অন্যান্যরা সুশান্তের দরজা খোলার চেষ্টাও করেন৷ পারেননি৷

◾সুশান্তের বাড়ির সেই পরিচারিকাই পুলিসে খবর দিয়েছেন বলে জানা গিয়েছে।

◾এই মুহূর্তে সুশান্তের দেহ রয়েছে ডা: আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে।

◾জানা গিয়েছে, সুশান্তের বাবা ও তাঁর পরিবারের অন্য্যান্য সদস্যরা সোমবার সকালে মুম্বই পৌঁছবেন।

◾সোমবার দুপুরে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা৷

◾মুম্বই প্রশাসনের তরফে সুশান্তের পরিবারকে জানানো হয়েছিলো, তাঁরা অভিনেতার মরদেহ পাটনা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন।

◾কিন্তু দেহ নিয়ে যাওয়া হচ্ছে না, মুম্বইতেই শেষকৃত্য হবে বলে এখনও ঠিক আছে৷

◾মর্মান্তিক এই খবর পাওয়ার পরই সুশান্তের এক দিদি চণ্ডীগড় থেকে পাটনায় পৌঁছেছেন।

◾পাটনায় আছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত।

◾ওদিকে সুশান্তের আর এক দিদি, নীতু সিং মুম্বইয়ের আরএন কুপার হাসপাতালে যান৷

◾এখানেই অভিনেতার দেহ রাখা রয়েছে।

◾এদিন ময়নাতদন্ত করা যায়নি, সোমবার তা করা হবে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...