Wednesday, August 27, 2025

ময়নাতদন্ত না হওয়ায় অভিনেতার শেষকৃত্য সোমবার, ওদিকে উঠে এসেছে নানা তথ্য

Date:

Share post:

ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল, সোমবার। মুম্বই পুলিস ও সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর মিলেছে৷

◾এখনও পর্যন্ত পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে বলে জানা যাচ্ছে।

◾ওদিকে তাঁর পরিবারের তরফে দু-তিনজন সন্দেহ প্রকাশ করেছেন, সুশান্তকে খুন করা হয়ে থাকতে পারে৷

◾ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানিয়েছে পুলিস।

◾পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুশান্ত তাঁর টেলিভিশনের এক বন্ধুকে ফোন করেছিলেন৷

◾যাকে ফোন করা হয়েছিলো, তিনি ফোন তোলেননি।

◾এই বন্ধু’র নাম পুলিশ জানায়নি৷

◾বাড়ির পরিচারিকা পুলিশকে জানিয়েছেন,
রবিবার সকাল ৬.৩০ মিনিটে তিনি সুশান্তকে দেখেছিলেন৷

◾তখন সুশান্তকে জুস খেতে দেওয়া হয়।

◾এরপরে সুশান্ত ঘরের দরজা বন্ধ করে দেন।

◾বাড়িতে থাকা অন্যান্যরা সুশান্তের দরজা খোলার চেষ্টাও করেন৷ পারেননি৷

◾সুশান্তের বাড়ির সেই পরিচারিকাই পুলিসে খবর দিয়েছেন বলে জানা গিয়েছে।

◾এই মুহূর্তে সুশান্তের দেহ রয়েছে ডা: আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে।

◾জানা গিয়েছে, সুশান্তের বাবা ও তাঁর পরিবারের অন্য্যান্য সদস্যরা সোমবার সকালে মুম্বই পৌঁছবেন।

◾সোমবার দুপুরে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা৷

◾মুম্বই প্রশাসনের তরফে সুশান্তের পরিবারকে জানানো হয়েছিলো, তাঁরা অভিনেতার মরদেহ পাটনা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন।

◾কিন্তু দেহ নিয়ে যাওয়া হচ্ছে না, মুম্বইতেই শেষকৃত্য হবে বলে এখনও ঠিক আছে৷

◾মর্মান্তিক এই খবর পাওয়ার পরই সুশান্তের এক দিদি চণ্ডীগড় থেকে পাটনায় পৌঁছেছেন।

◾পাটনায় আছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত।

◾ওদিকে সুশান্তের আর এক দিদি, নীতু সিং মুম্বইয়ের আরএন কুপার হাসপাতালে যান৷

◾এখানেই অভিনেতার দেহ রাখা রয়েছে।

◾এদিন ময়নাতদন্ত করা যায়নি, সোমবার তা করা হবে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...