Sunday, August 24, 2025

জ্বর হলেই সামাজিক বয়কট! ব্যথিত অশোক ভট্টাচার্য

Date:

Share post:

সম্প্রতি জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন শিলিগুড়ি শহরের প্রশাসক অশোক ভট্টাচার্য। বেশ কয়েকদিন বাড়ি থেকেই চিকিৎসা করান তিনি। চিকিৎসক শেখর চক্রবর্তী তাঁর চিকিৎসা করছিলেন। তিনি জানিয়ে ছিলেন, অশোক ভট্টাচার্যর মধ্যে করোনার উপসর্গ নেই। তবুও তাঁর পরামর্শেই শনিবার লালা পরীক্ষা করান শহরের প্রশাসক তথা বিধায়ক। রবিবার তাঁর পরীক্ষার ফল আসে নেগেটিভ। স্বভাবতই তিনি ও তাঁর পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।একইসঙ্গে সঙ্গেই নিজের অভিমান তথা ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক। তিনি জানান, জ্বর হলেই আজকাল লোকে অন্যভাবে ভাবে দেখছে। যাঁরা এক সময় জনপ্রতিনিধি এবং জনপ্রিয় নেতা হিসেবে দু’বেলা তাঁর খোঁজ নিতেন, জ্বর হয়েছে শুনে তাঁরা বাড়ির ত্রিসীমানায় আসেননি। এমনকী ফোন করেও খোঁজ নেননি অনেকে। অশোক ভট্টাচার্য বলেন, জ্বর মানেই করোনা নয়। কিন্তু জ্বর হয়েছে শুনে রোগীর সঙ্গে যে ধরনের ব্যবহার সমাজ করছে সেটা কাঙ্ক্ষিত নয়। এ প্রসঙ্গে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনা সম্পর্কে লোকের মনে একটা আতঙ্ক ঢুকে গিয়েছে। তার ফলেই এই পরিস্থিতি। অযথা ভয় না পাওয়ার আবেদন জানিয়েছেন মন্ত্রী।

সোমবার, থেকেই ফের পুরসভায় গিয়ে কাজে যোগ দিচ্ছেন অশোক ভট্টাচার্য। এদিকে, পুরনিগমের অনেক কর্মীই জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত। তাঁদের আপাতত বাড়িতেই থাকতে বলা হয়েছে।পাশাপাশি, পুরনিগম স্যানিটাইজ করার জন্য কমিশনারকে নির্দেশ দিয়েছেন প্রশাসক।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...