লোকাল ট্রেন চালু হওয়া মানেই আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।

এবার সব রকম জল্পনা উড়িয়ে দিয়ে রেল কর্তৃপক্ষ জানালো হাওড়া থেকে চলবে না লোকাল ট্রেন। করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সকাল থেকেই শোনা যাচ্ছিল হাওড়া থেকে চলবে লোকাল ট্রেন। এবারে সব জল্পনার অবসান। রেল কর্তৃপক্ষ সাফ জানালো, হাওড়া থেকে আপাতত কোনো লোকাল ট্রেন চলবে না। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া নিয়ে হাওড়ার ডিআরএম ইশাক খান জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এমনকী বোর্ড, হেড কোয়ার্টারস থেকেও কোনও রকম লোকাল ট্রেন চলাচল নিয়ে বার্তা আসেনি। ওয়েস্টার্ন রেল মহারাষ্ট্র সরকারের আবেদনে তাদের কর্মীদের জন্য কিছু ট্রেন চালাচ্ছে। এখানকার রাজ্যের তরফে এখনও তেমন কোনও আবেদন আসেনি। ফলে আপাতত লোকাল ট্রেন চালানোর কোনও সিদ্ধান্ত নেই হাওড়া ডিভিশনে। এই মুহূর্তে হাওড়াতে কেন শিয়ালদহতেও লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই।

আজ সকাল থেকে মুম্বইয়ে চলছে লোকাল ট্রেন।

