মোহনবাগান কী নামে ফুটবলে, এখনও চূড়ান্ত নয়

মোহনবাগান কোন্ নামে ফুটবলমাঠে টিম নামবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কোনো কোনো মহল থেকে যে প্রচার চলছে, তা ভিত্তিহীন। এটিকে এবং মোহনবাগান কাছাকাছি আসছে। কোম্পানি গঠিত হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কোম্পানির নাম আর টিমের নাম এক নাও হতে পারে। ঠিক কী নামে টিম মাঠে নামবে, তা চূড়ান্ত হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। ক্লাব সভাপতি টুটু বোস এবং সচিব সৃঞ্জয় বোসরা সমর্থকদের আবেগ এবং বাস্তব আর্থিক পরিস্থিতির মধ্যে ভারসাম্য রেখেই সিদ্ধান্তের বৈঠকে যাবেন। সূত্রের খবর, এখন সুষ্ঠুভাবে টিম চালাতে বিপুল টাকার দরকার। ফলে এই কঠোর বাস্তবটা বুঝেই ক্লাবের স্বার্থে পা ফেলতে হচ্ছে সৃঞ্জয়দের। এদিকে ইস্টবেঙ্গল সূত্রে খবর, কোয়েসের জট কাটেনি এখনও। কোয়েস যতক্ষণ না প্লেয়িং রাইটস দিচ্ছে, ততক্ষণ ইস্টবেঙ্গলের পক্ষে ফুটবল ও ক্রিকেট টিম নামানো সম্ভব নয় বলেই কর্তৃপক্ষের আশঙ্কা। ক্লাব নতুন শেয়ারক্রেতা খুঁজলেও কোয়েসের কারণে আইনি জট তৈরি হতে পারে। কোয়েস হয়ত চাইবে শেয়ার তারা বিক্রি করে তাদের টাকা তুলে নিতে। গোটা প্রক্রিয়া অথৈ জলে।

 

Previous articleলোকাল ট্রেন চলবে না হাওড়া থেকে, সাফ জানালো রেল কর্তৃপক্ষ
Next articleআগামী ২-৩ দিন রাজ্যজুড়ে বৃষ্টি