কামালগাজি-বারুইপুর বাইপাস সংস্কারের কাজে বরাদ্দের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ ফিরহাদের  

বেশ কয়েক বছর ধরে বেহাল দশা কামালগাজি-বারুইপুর বাইপাসের। অথচ, নরেন্দ্রপুর-রাজপুর-হরিনাভির যানজট এড়াতে এই বাইপাসের গুরুত্ব অপরিসীম। কিন্তু বিশাল বড় বড় গাড্ডা, খালা-খন্দ এখন আর যানবাহন চলাচলের উপযোগী নয় এই রাস্তা।

এবার সেই কামালগাজি-বারুইপুর বাইপাস রোড সংস্কার এবং নতুন ভাবে তৈরি করার কাজের হাত দিলো কেএমডিএ। আজ, সোমবার তার সূচনা করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, আগামী ৬ থেকে ৮ মাসেরমধ্যে কাজ শেষ করা হবে। রাস্তা তৈরির পাশাপাশি সৌন্দর্যায়ন এবং নিকাশির ব্যাপারটিও দেখবে কেএমডিএ। রাজ্যের প্রতিকূলতা সত্ত্বেও এ ব্যাপারে কাজ শুরুর জন্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে ধন্যবাদ জানান ফিরহাদ হাকিম। পাশাপশি, কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বিধায়ক বিমান বন্দোপাধ্যায়ের প্রতিও।

Previous articleচিনের উস্কানিতে ভারতের সঙ্গে বিবাদ, নিজের দেশে সমালোচিত নেপালের প্রধানমন্ত্রী
Next articleলোকাল ট্রেন চলবে না হাওড়া থেকে, সাফ জানালো রেল কর্তৃপক্ষ