করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা অবসর নিয়েছেন, তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। লকডাউন চলাকালীন গত ৩ মাসে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের প্রভিশনাল পেনশন দেওয়ার কথা এদিন বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে নবান্ন।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনের জন্য এই সকল কর্মীরা অফিসে আসতে পারছেন না, তাই তাঁদের প্রভিশনাল পেনশন দেওয়া হবে। সবকিছু আগের মতো স্বাভাবিক হওয়ার পর, এই পেনশন স্কিম অ্যডজাস্ট করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।