Thursday, August 28, 2025

জীবন বলিদান ব্যর্থ যাবে না, শহিদ রাজেশের বাড়ি থেকে বার্তা লকেটের

Date:

Share post:

লাদাখ সীমান্তে চীন সেনার অন্যায় আগ্রাসন ও কাপুরুষোচিত আক্রমণে ভারতীয় সেনা জওয়ান বাংলা মায়ের বীর সন্তান শহিদ রাজেশ ওঁরার-এর পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁদের পরিজনকে সমবেদনা জানাতে আজ, বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বীরভূমের মহম্মদ বাজারের বাড়িতে যান।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, “এরকম সময় মানসিকভাবে পরিবারের যে পরিস্থিতি হয়, মনের যে পরিস্থিতি হয়, তার জন্য আমরা সকলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।”

শুধু তাই নয়, যে কোনরকম সাহায্যে বীর শহিদ পরিবারের পাশে তাঁরা আছেন বলে আশ্বাস দেন লকেট। তিনি আরও জানান, যাদের জন্য ভারতীয় জওয়ানদের প্রাণ গেল, সেই নির্মম চায়না বা চীনকে তার বর্বরোচিত কাজের উপযুক্ত জবাব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিশ্চয়ই দেবেন বলে তিনি মনে করেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীর জওয়ানদের জীবন বলিদান নিয়ে যাতে কোনওরকম রাজনীতি নয়, এমন আবেদনও জানিয়ে লকেট বলেন, দেশের প্রধানমন্ত্রী চীনকে সমুচিত জবাব দেবেন। তাই ব্যথিত পরিবারের বাড়ি থেকে সকল ভারতীয়কে এক হওয়ায় আহ্বান জানান হুগলির বিজেপি সাংসদ।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও শহিদ রাজেশ ওঁরাও-এর মৃতদেহ তাঁর বীরভূমের বাড়ি এসে পৌঁছায়নি। বীর সেনার মরদেহে আপাতত পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে থাকবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে আগামীকাল নিয়ে আসা হবে তাঁর গ্রামের বাড়িতে।

আরও জানা যাচ্ছে, প্রোটোকল অনুযায়ী রাতে “গার্ড অফ অনার” দেওয়া যায়না। সেই রীতি মেনেই সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল সম্মান জানানো হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহিদের শেষকৃত্য সম্পন্ন হবে। তাই আজ সারারাত তাঁর মরদেহ থাকবে পানাগড় বেসক্যাম্পে থাকবে। সকালে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...