রাতে পানাগড়েই থাকছে রাজেশের দেহ, শুক্রবার শেষকৃত্য

সীমান্তে শত্রুর সঙ্গে লড়াই করতে গিয়ে বীরের মৃত্যু বরণ করেছেন তিনি। কফিনবন্দি হয়ে বাংলায় ফিরল সেই রাজেশ ওরাওঁ-এর দেহ। আসার কথা ছিল বিকেল সাড়ে তিনটে। তারপর সময় পিছতেই থাকে। একবার শোনা যায় পাঁচটায় আসবে দেহ। কিন্তু সন্ধের পর পানাগড় সেনা ছাউনিতে নামে বীরভূমের শহিদ রাজেশ ওরাওঁ-এর দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা হাসপাতালে। সেখানেই রাতে দেহ রাখা থাকবে। শুক্রবার নিয়ে যাওয়া হবে বীরভূমের বাড়িতে।

রাজেশের দেহ পানাগড়ে পৌঁছলে শ্রদ্ধা জানান মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। প্রচুর মানুষ শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হন। শুক্রবার জন্মস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাজেশ ওরাওঁ-এর শেষকৃত্য সম্পন্ন হবে।

Previous articleজীবন বলিদান ব্যর্থ যাবে না, শহিদ রাজেশের বাড়ি থেকে বার্তা লকেটের
Next articleBreaking: রথযাত্রা বন্ধের প্রতিবাদে 2 দিনের বনধ ওড়িশায়, রাজ্য সরকারকে তুলোধোনা পুরীর সেবায়েতদের