দুপুরের পরে আলিপুরদুয়ারে পৌঁছাবে শহিদ বিপুলের মরদেহ, চোখের জল বাঁধ মানছে না গ্রামবাসীদের

দুপুরের পর আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িতে ফিরছে চিনা হামলায় মৃত জওয়ান বিপুল রায়ের দেহ। শহিদ জওয়ানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে প্রস্তুত হয়ে রয়েছেন গ্রামবাসীরা। চোখের জল বাঁধ মানছে না তাঁদের।
বৃহস্পতিবার রাতেই হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে শহিদের দেহ। চোখের জল বাঁধ মানছে না পরিবারের সদস্যদের। চলছে অপেক্ষার পালা। এখনও এসে পৌঁছায়নি কফিনবন্দি দেহ । তবে যে কোনও মুহূর্তে ঘরে ফিরতে পারেন বীর শহীদ । সেই আশায় দুচোখের পাতা এক করেননি পরিবারের সদস্যরা । তাঁকেও দেওয়া হবে গার্ড অফ অনার।

Previous articleভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠক
Next articleভারভারা, সুধাকর সহ ১১ জন বন্দিকে মুক্তি দিন : শঙ্খ, অপর্ণা, ধৃতিমান সহ ৩৭৫ জনের চিঠি