Monday, January 12, 2026

আমেরিকার বর্ণ বৈষম্যের নিন্দা এবার রাষ্ট্র সংঘের মানবাধিকার কাউন্সিলে  

Date:

Share post:

আমেরিকার বর্ণ বৈষম্যের নিন্দার ঝড় বিশ্বজুড়ে। বিচার বিভাগের সহায়তায় পুলিশ কৃষ্ণাঙ্গদের উপর যথারীতি অত্যাচার ও বিচিত্র বৈষম্য চালিয়েই যাচ্ছে। এমন অভিযোগ থেকেই যাচ্ছে। এবার এই বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের তা নজরে আনা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতিক্রিয়াস্বরূপ এইজন্য মানবাধিকার পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। জেনেভায় রাষ্ট্রসংঘের সদর দফতরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ২৫ মে আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশের ‌ হাতে নৃশংস ভাবে শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়। ওই ঘটনার পর এমন একটি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের উচ্চ পদস্থ কর্তারা, উপ-মহাসচিবসহ মানবাধিকার কমিশনের পদস্থ নেতৃবৃন্দ এবং জর্জ ফ্লয়েডের ভাই।

আফ্রিকার দেশগুলির আবেদনে সাড়া দিয়ে মানবাধিকার পরিষদের অনুমোদনক্রমে ওই বৈঠকের আয়োজন করা হয়। রাষ্ট্রসংঘ মানবাধিকারের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বৈঠকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিরোধী পুলিশি পদক্ষেপের নিন্দা করেন। গভীর দু:খ প্রকাশ করে তিনি বলেন, “আমেরিকার কাঠামোগত বর্ণ বৈষম্য যুগ যুগ ধরে চলে আসছে। বর্ণবাদী মার্কিন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাশবিক কায়দায় হামলা চালাচ্ছে।”

পাশাপাশি ফ্লয়েড হত্যাকাণ্ডকে ব্যাচলেট কাঠামোগত বর্ণবাদের প্রতীক হিসেবে অভিহিত করে বলা হয়, দাসপ্রথা ও উপনিবেশবাদ মোকাবিলায় ব্যর্থতাই এইসব বর্ণবাদী সহিংসতার নেপথ্য কাজ করছে।

ওই বৈঠকে জর্জ ফ্লয়েডের ভাই ফ্লিওনেজ ফ্লয়েড তার ভাইয়ের হত্যা কান্ডের ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেন। পাশাপাশি তিনি কৃষ্ণাঙ্গদের উপর আমেরিকার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বৈষম্যমূলক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে এক্ষেত্রে জাতিসংঘের সাহায্য ও সহযোগিতার আবেদন জানান।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...