Wednesday, January 14, 2026

ট্রাফিক পরিকাঠামো উন্নত করতে ২৫৭৭ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

আইনশৃঙ্খলাকে রক্ষার ওপর বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। একাধিক জেলা ভেঙে পুলিশ জেলা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার রাজ্যজুড়ে ট্রাফিক পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তাই ট্রাফিক পুলিশে ২৫৭৭টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হচ্ছে ট্র্যাফিক কন্ট্রোল রুমও।

গত সপ্তাহে নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নতুন ২৫৭৭টি পদের মধ্যে ১৭০০টি কনস্টেবলের। পুলিশের গাড়ি চালানোর জন্য ১৭৭ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে এএসআইয়ের পদ ৪৪০টি, এসআইয়ের পদ ১৭০টি, ইনস্পেক্টর-পদ ৭৫টি, ডিএসপি-পদ ১২টি এবং অতিরিক্ত পুলিশ সুপারের ৩টি পদ আছে।

রাজ্য ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ১৫টি রাজ্য সড়কের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার। অন্যদিকে রয়েছে ২৭টি জাতীয় সড়ক। যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার। সংশ্লিষ্ট সড়কগুলিতে পরিকাঠামো ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৮টি জেলায় থাকবে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। ২৭টি ট্রাফিক গার্ড, ১৭টি হাইওয়ে ট্রাফিক গার্ড, ১২টি জেলা-সহ ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর কমিশনারেট মিলিয়ে ১৫টি জেলা ট্রাফিক এবং রোড সেফটি হেড কোয়ার্টার তৈরি হচ্ছে। নতুন ট্রাফিক গার্ডে ৫৮ জন এবং হাইওয়ে ট্রাফিক গার্ডে ১৯ জন করে কর্মী থাকবেন।

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...