Friday, November 14, 2025

ট্রাফিক পরিকাঠামো উন্নত করতে ২৫৭৭ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

আইনশৃঙ্খলাকে রক্ষার ওপর বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। একাধিক জেলা ভেঙে পুলিশ জেলা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার রাজ্যজুড়ে ট্রাফিক পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তাই ট্রাফিক পুলিশে ২৫৭৭টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হচ্ছে ট্র্যাফিক কন্ট্রোল রুমও।

গত সপ্তাহে নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নতুন ২৫৭৭টি পদের মধ্যে ১৭০০টি কনস্টেবলের। পুলিশের গাড়ি চালানোর জন্য ১৭৭ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে এএসআইয়ের পদ ৪৪০টি, এসআইয়ের পদ ১৭০টি, ইনস্পেক্টর-পদ ৭৫টি, ডিএসপি-পদ ১২টি এবং অতিরিক্ত পুলিশ সুপারের ৩টি পদ আছে।

রাজ্য ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ১৫টি রাজ্য সড়কের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার। অন্যদিকে রয়েছে ২৭টি জাতীয় সড়ক। যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার। সংশ্লিষ্ট সড়কগুলিতে পরিকাঠামো ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৮টি জেলায় থাকবে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। ২৭টি ট্রাফিক গার্ড, ১৭টি হাইওয়ে ট্রাফিক গার্ড, ১২টি জেলা-সহ ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর কমিশনারেট মিলিয়ে ১৫টি জেলা ট্রাফিক এবং রোড সেফটি হেড কোয়ার্টার তৈরি হচ্ছে। নতুন ট্রাফিক গার্ডে ৫৮ জন এবং হাইওয়ে ট্রাফিক গার্ডে ১৯ জন করে কর্মী থাকবেন।

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...