Friday, August 29, 2025

স্ত্রী-শাশুড়িকে খুন করে আত্মঘাতী, নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

Date:

Share post:

বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পী আগরওয়ালকে খুন করার পর স্বামী অমিত আগরওয়াল কলকাতায় এসে শাশুড়ি ললিতা ঢনঢনিয়াকেও গুলি করে হত্যা করে। তারপর নিজেই আত্মঘাতী হন জামাই অমিত। পালিয়ে বাঁচেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া।

সোমবার বিকেলে ফুলবাগান থানা এলাকার এক আবাসনের ফ্ল্যাটে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷

প্রশ্ন একাধিক :

◾ললিতাদেবীর সঙ্গে কথা কাটাকাটির সময় জামাই পকেট থেকে পিস্তল বের করে, এটা দেখার পরও কেন এবং কীভাবে পালালেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া ?

◾পুলিশকে সুভাষবাবু বলেছেন, তাঁদের ফ্ল্যাটে আসার আগে অমিত ফোনে জানিয়েছিলেন, তিনি আসছেন৷ সেক্ষেত্রে কি শ্বশুর আগে থেকেই জানতেন এমন কিছু হতে চলেছে ?

◾হাতে পিস্তল নিয়ে ফ্ল্যাটে ঘুরছেন অমিত, তার মধ্যেই দরজা খুলে পালালেন কীভাবে সুভাষ ঢনঢনিয়া ?

◾অমিত-ই কি সুভাষ ঢনঢনিয়াকে পালাতে দিয়েছে ?

◾ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি। আধুনিক এই পিস্তল কোথা থেকে পেয়েছেন অমিত আগরওয়াল ?

◾বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পীকে গলা টিপে খুন করে অমিত৷ পিস্তলের ব্যবহার হয়নি৷ তাহলে অমিত এই পিস্তল কি কলকাতায় ফিরে সংগ্রহ করেছে ?

◾বেঙ্গালুরু পুলিশ শিল্পীর দেহ দরজা ভেঙে উদ্ধার করে। সেখান থেকেও দ্বিতীয় একটি পিস্তল উদ্ধার হয়েছে। এই পিস্তলগুলি লাইসেন্সপ্রাপ্ত কি’না এখনও জানা যায়নি৷ প্রশ্ন, একাধিক পিস্তলের লাইসেন্স অমিত বা শিল্পী কীভাবে পেলেন ? কেন দেওয়া হয়েছিলো ? শিল্পীও কি সুযোগ বুঝে অমিতকে খুন করতে চেয়েছিলেন ?

◾অমিত কলকাতায় ফিরে পিস্তল জোগাড় করেছিলেন? না’কি বেঙ্গালুরু থেকেই নিয়ে এসেছিলেন ? না’কি পিস্তলটি উত্তরপাড়ায় বসবাস করা অমিতের ভাইয়ের ?

◾আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স মামলার রায় প্রকাশ হতো৷ ডিভোর্স-মামলা চলা সত্ত্বেও স্ত্রী, শ্বশুর, শাশুড়ি-র উপর এত ক্ষিপ্ত কেন ছিলেন অমিত ? তাহলে কি স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এর মাঝে এমন কিছু অমিতকে বলেছিলেন বা করেছিলেন যাতে অমিত এই কাজে বাধ্য হয়েছে ?

গত শনিবার বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে তাঁদের ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে কলকাতার আসে অমিত৷ কলকাতায় পৌঁছে উত্তরপাড়াতে ভাইয়ের কাছে বাচ্চাকে রাখে৷ ফলে, সব কিছুই দেখেছে অমিত-শিল্পীর সন্তান৷ সে অনেক কিছু বলতে পারবে বলে পুলিশের ধারনা৷ গত কয়েক সপ্তাহ ধরে অমিত কার কার সঙ্গে কথা বলেছেন, তা জানতে দেখা হচ্ছে অমিতের কল- ডিটেইলস৷ কল ডিটেলসের সূত্র ধরেই অনেককিছু জানা যাবে বলে মনে করছে পুলিশ।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...